App One Plus (অ্যাপ ওয়ান প্লাস) একটি জনপ্রিয় All in One App in Bangladesh. অ্যাপটি প্রতিটি স্মার্ট ফোনে অবশ্যই রাখা প্রয়োজন। এটি তৈরিতে বাংলাদেশের সকল শ্রেণির ইন্টারনেট ইউজারদের প্রয়োজনীয় তথ্যের গুরুত্ব বিবেচনা করা হয়েছে। অ্যাপটিতে রয়েছে ইউজার ফ্রেইন্ডলি ইন্টারফেস। যে কেউ অ্যাপটি ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্য খুজে নিতে পারবে এক ক্লিকেই। এটি মোবাইল ফোনের ফোন মেমোরি প্রায় ৮০ শতাংশ সেইভ করতে সক্ষম। আপনার মোবাইল ফোনকে সুপার ফাস্ট রাখার জন্য App One Plus হতে পারে কার্যকরী একটি All in One App অ্যাপস।
অ্যাপটি তেরি করেছে অ্যাপ এন্ড ওয়েবসাইট ডেভলপার SNA Tech. SNA Tech এর তথ্য অনুযায়ী “App One Plus” অ্যাপটিতে প্রায় ৫০০০+ গুরুত্বপূর্ন ওয়েবসাইটস, অ্যাপস এবং ৩০০০+ প্রোডাক্ট কানেক্ট থাকবে। অ্যাপ ওয়ান প্লাস অ্যাপটি ফোনকে রাখবে স্মুত এবং ফাস্ট কারন ফোনের জায়গা খরচ হবে মাত্র ৯ এমবি। অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে App One Plus অথবা প্লে-স্টোর থেকে ইনস্টল করতে App One Plus এখানে ক্লিক করুন।
অ্যামাজন, ইবে থেকে শুরু করে দারাজ সহ জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো পাওয়া যাবে একত্রে এক জায়গায়।
টাইম ম্যাগাজিন থেকে শুরু করে প্রথমআলো, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিনসহ পপুলার নিউজপোর্টালগুলো পড়া যাবে খুব সহজেই।
রিলায়েবেল টেক চ্যানেল থেকে শুরু করে ই-লার্নিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবডিজাইন, প্রোগ্রামিং শেখার সাইটগুলো ব্রাউজ করা যাবে।
ইন্টারনেটে সার্চ করার জন্য গুগল. বিং, ডাকডাকগো এর মত জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো দারুন সব ইন্টাফেসে পাওয়া যাবে এক জায়গায়।
প্রতিদিন লক্ষাধিক চাকুরীর খবর ব্রাউজ করা থেকে আবেদন করা যাবে জনপ্রিয় সব জব ওয়েবসাইটে অ্যাপ ওয়ান প্লাসের মাধ্যমে।
পাসপোর্ট. ভিসা চেক, পুলিশ ক্লিয়ারেন্সসহ সরকারি সকল ধরনে অনলাইন সেবা একত্রে এক জায়গা পাওয়া যাবে অ্যাপ ওয়ান প্লাসে।
দেশি বিদেশি নামীদামী সব বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপের ইনফরমেশন জানা থেকে আবেদন করা যাবে খুব সহজেই ।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য থেকে রেজাল্ট সার্চ করা পর্যন্ত সকল কাজ করা যাবে এই একটি মাত্র অ্যাপ ব্যবহার করে।
বিনোদনের জন্য ফোর্বস, ভোগ, পিপল ম্যাগাজিন থেকে শুরু করে দেশি বিদেশি বিনোদন ম্যাগাজিন ও টিভি চ্যানেলগুলো ব্রাউজ করা যাবে অ্যাপ ওয়ান প্লাসে।
খেলাধুলার যাবতীয় খবরের জন্য রয়েছে স্পোর্টস ক্যাটাগরি। যেখান থেকে সকল ধরনের খেলার খবর সময় মত পাওয়া যাবে খুব সহজে।
অ্যাপটির অ্যাপ স্টোরে রয়েছে প্রয়োজনীয় সকল অ্যাপের লিস্ট একত্রে যার মাধ্যমে এক ক্লিকেই ইনস্টল করা যাবে।
এছাড়াও অ্যাপ ওয়ান প্লাস এর ই-শপ স্টোর বিভিন্ন ধরনের অথেনটিক পন্য ক্রয়ের সুযোগ। যেমনঃ
অ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে রিওয়ার্ডস কুপন যা ব্যবহার করে নির্দিস্ট ই-কমার্স সাইট থেকে আকর্ষণীয় ডিসকাউন্টে পন্য ক্রয় করা যাবে।
ডিজিটাল উদ্যোক্তাদের ব্রান্ড প্রোমোটের জন্য রয়েছে অ্যাপ স্টোর, ই-শপ, ভিডিও, স্লাইডিং ব্যানার অপশন।
মন্তব্য লিখুন