বৈচিত্র্যময় পৃথিবীর বিভিন্ন স্থানে নানান ধরনের আশ্চর্যজনক সব আইন রয়েছে এবং এসব আইনের আওতাধীন অপরাধ গুলোও আমাদের কাছে বেশ আশ্চর্যজনক। এক প্রান্তের সংস্কৃতির সাথে অন্য প্রান্তের সংস্কৃতির ঢের পার্থক্য। এইসব অপরাধ সম্পর্কে আমাদের ধারনা রাখা উচিৎ।
১। ভূটানের লোক তাদের স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। তারা তাদের নিঃশ্বাসের বাতাসকে বিশুদ্ধ রাখতে বদ্ধ পরিকর তাই তারা সিগারেট খায় না এমনকি বিক্রিও করে না। ভূটানে সিগারেট খাওয়া এবং বিক্রি করা অপরাধ।
২। সিঙ্গাপুরের রাস্তায় চলতে চলতে কেউ যদি ভুলক্রমে একটি চুইঙ্গগাম চিবিয়ে ফেলে তাহলে তাকে জরিমানা দিতে হবে কারন সিঙ্গাপুরে চিকিৎসকের পরামর্শ ছাড়া চুইংগাম খাওয়া একটি অপরাধ।
৩। ইতালির তুরানে কেউ যদি তার পোষা কুকুকরে দিনে তিন বার হাঁটাতে নিয়ে না যান তাহলে তার অপরাধ সরূপ তাকে ৫০০ ইউরো ফাইন দিতে হয়।
৪। কানাডার রাস্তায় দাঁড়িয়ে জোরে কথা বলা , কারো সাথে ঝগড়া করা বা শিস বাজানো অপরাধ কারন কানাডার মানুষরা শান্ত পরিবেশ পছন্দ করে।
৫। রাশিয়ার রাস্তায় নোংরা বা অপরিচ্ছন্ন গাড়ি বের করা বা চালানো অপরাধ ,এই কাজের জন্য বেশ মোটা অংকের ফাইন ও দিতে হতে পারে।
৬। শ্রীলঙ্কায় কোন বুদ্ধ মূর্তির সাথে সেলফি তুলতে গেলে বা তুললে তার অপরাধ সরূপ অপরাধীকে সোজা জেলে যেতে হবে । শ্রীলঙ্কায় বুদ্ধমূর্তির সাথে সেলফি তোলা দণ্ডনীয় অপরাধ।
৭। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি দেশের নাম সামোয়া। সেখানের কোন পুরুষ যদি তার নিজের স্ত্রীর জন্মদিন ভুলে যায় তবে সেখানে তা একটি অপরাধ হিসেবে দেখা হয় এবং তাকে কিছুদিন জেলেও থাকতে হতে পারে।
৮। ক্যালিফোর্নিয়ায় শব্দ করে স্যুপ খাওয়া অপরাধ।
৯। ফ্রান্সে শুকর পালন করা যায় তবে সেখানে শুকরের নাম নেপোলিয়ন রাখা একটি আইনত দণ্ডনীয় অপরাধ।
১০। অস্ট্রেলিয়াতে আপনি কখনোই একসাথে ৫০ কেজি আলু কিনতে বা সংরক্ষন করতে পারবেন না , সেখানে ৫০ কেজির বেশি আলু একসাথে কেনা একটি অপরাধ।
১১। ফিলিপাইন এবং ভ্যাটিকান সিটিতে ডিভোর্স দেয়া বা বিচ্ছেদ ঘটানো অপরাধ।
১২। প্যারিসের আইফেল টাওয়ার আমাদের সকলের কাছেই বেশ জনপ্রিয়। কিন্তু রাত্রিবেলা বা অন্ধকারে এই আইফেল টাওয়ারের ছবি তোলা নিষিদ্ধ।
সারা পৃথিবী জুড়েই এমন আরও অনেক অদ্ভুত নিয়মকানুম ও অপরাধ রয়েছে। যেগুলো সত্যিই অবিশ্বাস্য।
মন্তব্য লিখুন