Digibangla24.com মূলত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশের ডিজিটাল কার্যক্রমের অগ্রগতির সংবাদ নেটিজেনদের কাছে তুলে ধরার একটি অনলাইন নিউজপোর্টাল। সেই সাথে এটি জাতীয়, আন্তর্জাতিক, তথ্য ও প্রযুক্তি, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, সমাজ, কৃষি ও প্রযুক্তি সহ আপনাদের স্বাধীন চিন্তা, মতামত ও তথ্য প্রকাশ করবে । তাই এই ওয়েবসাইটে ভিজিট করার পূর্বে এর নীতিমালা ও শর্তাবলী এবং গোপনীয়তার নীতি ভালভাবে জেনে ও বুঝে নিন। আপনি যদি এই সাইটের কোন শর্তাবলী এবং গোপনীয়তার নীতির সাথে দ্বিমত পোষন করেন তাহলে সাইটটির সংবাদ পড়া ও এর বিভিন্ন সেবার সাথে যুক্ত হওয়া থেকে থেকে বিরত থাকুন।
কপিরাইট নীতি
Digibangla24.com এর প্রকাশিত সকল ধরনের কনটেন্ট (যার মধ্যে সংবাদ, শিক্ষামূলক কন্টেন্ট, তথ্য, ছবি, ভিডিও অন্তর্ভুক্ত) digibangla24.com নিজস্ব সম্পত্তি। কপিরাইট আইন অুনসারে পূর্বানুমতি ছাড়া এসব রিসোর্সের বাণিজ্যিক ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তবে কোন কন্টেন্ট এর অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে ডু-ফলো লিংক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে। তেমনি এই ওয়েবসাইটের কোন এডিটর, কন্ট্রিবিউটর ও রিপোর্টার এর প্রকাশিত লেখা যদি কপি হয়ে থাকে ও উপযুক্ত ক্রেডিট লিংক না থাকে, তাহলে প্রকাশককে অবহিত করুন।
গোপনীয়তার নীতি
আপনি সাইটটি ভিজিট করার আগে এই ওয়েবসাইটের গোপনীয়তার নীতি মনোযোগ সহকারে পড়া এবং বুঝা আপনার নৈতিক দায়িত্ব। গোপনীয়তার নীতি পড়ার জন্য এখানে ক্লিক করুন।
থার্টপার্টি লিংক ও দায়বদ্ধতা
Digibangla24.com ওয়েবসাইটে তৃতীয় কোন পক্ষের ওয়েবসাইটের লিংক ও এক্সটার্নাল লিংক যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে থার্টপার্টি ওয়েবসাইট গুলির প্রত্যেকটির পৃথক পৃথক নীতিমালা ও শর্তাবলী রয়েছে। এই সকল থার্টপার্টি ওয়েবসাইটের বিষয়বস্তুর ব্যপারে digibangla24.com এর কোন দায়বদ্ধতা নেই।
সাধারন শর্তাবলী
- Digibangla24.com এ প্রকাশিত লেখা, ছবি ও মতামতের দায়-দায়িত্ব লেখক ও মতামত দানকারীর নিজস্ব। লেখক ও মতামত দানকারীর লেখা ও মতামতের তথ্য, ছবি, মতামত ও অন্যান্য উপাদানের জন্য কোনো ধরণের দায় কর্তৃপক্ষ বহন করবে না।
- বাংলাদেশ, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, কোনো জাতি, রাজনৈতিক দল এবং ধর্মীয় কোনো বিষয়, যা কারো অনুভূতিতে আঘাত করে কিংবা কাউকে অবমাননামূলক লেখা কোন এডিটর, কন্ট্রিবিউটর ও রিপোর্টার এই ওয়েবসাইটে প্রকাশ করবে না।
- মতামত দানকারী মন্তব্য প্রকাশের ক্ষেত্রে কখনই ১৮+ মন্তব্য এবং লেখকদেরও এডাল্ট কন্টেন্ট প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যবহারবিধি না মেনে কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও বা অন্য কোন কনটেন্ট প্রকাশিত হলে যে কোনো সময় কর্তৃপক্ষ তা অপসারণ করতে পারে।
- ওয়েবসাইটের নিজস্ব ডিটর, কন্ট্রিবিউটর ও রিপোর্টারদের ছাড়াও কিছু কিছু তথ্য ক্ষেত্র বিশেষ বাংলা পত্র-পত্রিকা ও অনলাইন ম্যাগাজিন, অনলাইন নিউজ পোর্টাল থেকে সংগ্রহীত হতে পারে। তাই সেই সব পত্র-পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। “আমরা আপনার ছায়াসঙ্গী, যেখানে আপনি সেখানে আমরা। নির্ভীক সাংবাদিকতা আমাদের অঙ্গীকার”।
- Digibangla24.com এ প্রকাশিত কোন কন্টেন্ট সংশ্নিষ্ট লেখক ও প্রকাশকের অনুমতি ব্যতিত অন্যত্র প্রকাশ করা আইনত বেআইনি। তবে কোন কন্টেন্ট এর অংশ বিশেষ প্রকাশ করতে চাইলে ডু-ফলো লিংক যুক্ত করে উপযুক্ত ক্রেডিট সংযুক্ত করতে হবে।
বিজ্ঞাপন নীতি
Digibangla24.com কর্তৃপক্ষ ওয়েবসাইটে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন বা মনিটাইজেশন করতে পারে। ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপন সমূহ সংশ্লিষ্ট বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান বা তৃতীয় পক্ষ নিয়ন্ত্রণ করে। তাই তৃতীয় পক্ষের কাছ থেকে গ্রহন করা বিজ্ঞাপন সমূহে প্রদর্শিত টেক্স লিংক, ছবি বা ভিডিও সংশ্লিষ্ট বিজ্ঞাপন তৃতীয় পক্ষ নিয়ন্ত্রণ করে। যার কারনে তৃতীয় পক্ষের নিয়ন্ত্রনাধীন কোন বিজ্ঞাপনের দায় digibangla24.com নেবে না। এক্ষেত্রে ভিজিটদের সচেতনতা ও বিবেচনা কাম্য।
সোশ্যাল মিডিয়া নীতিঃ
Digibangla24.com কে প্রোমটের জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন- ফেইসবুক, টুইটার ইত্যাদির সাথে যুক্ত আছি। এখানে শেয়ার করা সংবাদে নেটিজেনরা নিজ দায়ে বিভিন্ন মন্তব্য করতে পারে। এক্ষেত্রে কোন মন্তব্যের জন্য কোন ভাবেই digibangla24.com কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই ওয়েবসাইটের গোপনীয়তার নীতির সাথে স্ব স্ব সোশ্যাল মিডিয়া সাইটের গোপনীয়তার নীতির ভিন্নতা থাকতে পারে। তাই এক্ষেত্রে সংশ্নিষ্ট ওয়েবসাইটের গোপনীয়তার নীতি প্রযোজ্য হবে।
এছাড়া ভবিষ্যৎ প্রয়োজনে কোন প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়া ডিজি বাংলা২৪ কর্তৃপক্ষের প্রয়োজনে বা দেশের প্রচলিত আইনানুগ প্রয়োজনে নীতিমাল ও শর্তাবলী সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এর ক্ষমতা রাখে।