শেখ হাসিনা কোভিড-১৯ মহামারিকালীন এবং পরবর্তীকালে মজবুত ভবিষ্যৎ বির্নিমানে তরুনদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। বর্তমান সময়ে সারা বিশ্ব গৃহবন্দী হয়ে পরেছে। তাই প্রধানমন্ত্রী বলেন, “কোভিড-১৯ কর্মক্ষেত্রে গতি এবং পরিমান উভয়টিই অত্যাবশ্যকীয় করে তুলেছে”।
প্রধানমন্ত্রী ‘ঢাকা ইয়ূথ ক্যাপিটাল ২০২০’ এর ভার্চ্যুয়াল সন্মেলনে ভিডিও বার্তায় এই উদ্ভাবনী পরিকল্পনার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন,মানুষের ইচ্ছা শক্তি দৃর অনড় থাকলে অর্থনৈতিক এবং নির্বাহী নিয়ন্ত্রন সম্ভব। অপ্রতিরোধ্য বাধা অতিক্রম করাও মানুষের পক্ষে সম্ভব। এক্ষেত্রে তিনি তরুনদের উদ্ভাবনী চিন্তা এগিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন যুবকদের জন্য বিশাল সুযোগ রয়েছে তাদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে তাদের ভবিষ্যৎ বির্নিমানের ।
আরও পড়ুনঃ শিক্ষিত বেকার তৈরি করতে আর চায় না সরকার শিক্ষামন্ত্রী
তিনি আরও বলেন, কোভিড-১৯ চলাকলীন সময়ে সরকারি ,বেসরকারি ,আন্তর্জাতিক এবং নেতাদের কাছে সর্বত্র বিশেষ চাহিদা তৈরি হয়েছে। এই সংকটের সময়ে কি ধরনের নেতৃত্ব প্রয়োজন তা পূর্ব নির্ধারিত নয়। কিন্তু এ প্রক্রিয়ায় সঙ্গে মানুষের সম্পৃক্ততা প্রয়োজন।
এই করোনা মহামারির সময় সবাই অর্থনৈতিক সংকটে রয়েছে তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ১২.১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করেছেন। আর এই প্যাকেজ ঘোষনা করা হয় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করার জন্য।
আরও পড়ুনঃ বিশ্বব্যাপী রেমিটেন্স কমবে ২০ শতাংশ করোনার কারনে
উক্ত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে আরও অনেক সন্মানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিল। উপস্থিত ব্যাক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ইউসেফ বিন আহমেদ আল-ওথাইমিন, মহাসচিব অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন,জাহিদ আহসান রাসেল,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।সালেহ বিন গানেম আল আলী, কাতারের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, আজাদ রহিমভ, আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী। ইসলামিক কো-অপারেশন ইয়ূথ ফোরামের (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আইয়ান। তারা সবাই তাদের ব্যক্তব্যে তরুনদের উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
তথ্যসূত্রঃ অনলাইন