কাজল আগারওয়াল (Kajal Aggarwal) ডাকনাম কাজু , ভারতের সব থেকে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন যিনি তামিল, তেলেগু ও বলিউডে নিজের অভিনয়ের দক্ষতার জন্য ব্যপক প্রশংসনীয়। কাজল তার অভিনয়ের যাত্রা বলিউড থেকে শুরু করলেও পরে তাকে তামিল ও তেলেগু মুভিতে-ই বেশি দেখা গিয়েছে । তিনি খুবই অল্প সময়ে নিজের অসাধারন অভিনয়ের দক্ষতার জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।
তিনি ২০০৭ সালে তামিল মুভির মাধ্যমে অভিনয় জগৎ-এ পা রাখেন।যদিও তার প্রথম অভিনয় এর সুচনা ঘটে বলিউড এর মাধ্যমে।‘কিউ হো গ্যায়া না’ মুভিতে ঐশ্বরিয়া রায় বচ্চন এর সাথে খুবই ছোট একটি চরিত্রের ভুমিকায় অভিনয় করেন। তবে মাত্র ১১ বছরেই তার ভক্ত সংখ্যা কোটি ছাড়িয়েছে । তিনি ভারত সহ অন্য বেশ কয়েকটি দেশে সমান ভাবেই জনপ্রিয়।
কাজাল আগারওয়াল ১৯৮৫ সালে ১৯ জুন মুম্বাইয়ের একটি পাঞ্জাব পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম বিনায় আগারওয়াল, যিনি পেশায় একজন স্থানীয় ব্যাবসায়ী । মাতার নাম সোমান আগারওয়ল যিনি বর্তমানে কাজাল এর বিজ্নেস ম্যনেজার হিসেবে রয়েছেন ।
কাজল এর একজন বোন রয়েছে যার নাম নিশা আগারওয়াল । নিশা আগারওয়াল ও পেশায় একজন অভিনেত্রী। তিনি তামিল, তেলেগু ও মালায়লাম মুভিতে কাজ করেন।
কাজল প্রথমে St. Anne’s high school থেকে পড়াশুনা শুরু করেন । এরপরে তিনি Jai Hind College এ ভর্তি হন । এখান থেকে পরাশুনা শেষ করে তিনি Kishinchand Chellaram College থেকে Mass Media এর উপর গ্রাজুয়েশন শেষ করেন ।
কাজলের শুরু থেকেই অভিনয়ের প্রতি আর্কষণ ছিল । এই আর্কষন এর ফলেই মাত্র ১৯ বছর বয়ষেই বলিউডের মুভিতে একটি ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পান । এই মুভিতে কাজালের ভূমিকা ছিল খুবই ছোট । কিন্তু পরবর্তীতে তিনি নিজের অভিনয়ের দক্ষতাকে আরও বাড়িয়ে তোলেন । এর জন্য তাকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে । তখন বেশ কিছু সময় তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ।
এরপর তিনি তামিল ডিরেক্টর ভারতি রাজ এর মুভি BOMMALATAM এর মাধ্যমে আবার অভিনয়ে প্রবেশ করেন । কিন্তু এই মুভি ঐ সময়ে কোন একটি কারনে প্রকাশ হয়নি । তবে পরবর্তীতে ২০০৮ সালের ৮ ডিসেম্বর মুভিটি মুক্তি পায় । কিন্তু এর আগে তার মুক্তি প্রাপ্ত মুভি LAKSHMI KALYANNAM । এই মুভি ১৫ ফেব্রুারি ২০০৭ সালে প্রকাশ হয় । এর ফলে LAKSHMI KALYANNAM মুভিকেই কাজলের টলিউড DEBUT বলা হয় ।
কিন্তু মুভিটি বক্স অফিসে তেমন ভাল ব্যাবসা সফল হয় নি । তবে ব্যবসায় সফল না হলেও, এর মাধ্যমে তিনি অভিনয়ের দক্ষতা দিয়ে সকল মানুষের মনে যায়গা করে নিয়েছেন । একই বছর ২০০৭ সালে তিনি আরও একটি মুভিতে কাজ করেন । যার নাম ছিল CHANDAMAMA । এই মুভিটি খুবই জনপ্রিয় হয় এবং বক্স অফিসে প্রথমবারের মত কাজালের হিট মুভির জায়গা পায় । এরপরে তিনি PAZAHANI, POURUDU এবং AATADISTA মুভিতে কাজ করেন যা খুবই জনপ্রিয়তা পেয়েছিল ।
কাজল আগারওয়াল একজন অভিনেত্রী হিসেবে সফলতা পান ২০০৯ সালে ৩০ জুলাই মুক্তি প্রাপ্ত MAGHADHEERA মুভির মাধ্যমে । এই মুভির ডিরেক্টর হিসেবে ছিলেন বাহুবলি মুভির ডিরেক্টর এসএস রাজা মল্লিক । এই মুভির মাধ্যমে কাজাল তার ক্যারিয়ারের সবথেকে বেশি জনপ্রিয়তা পায়।
এটি একটি বড় বাজেটের মুভি ছিল । বর্তমান সময় ও টলিউড মুভির মধ্য সবথেকে বেশি উপার্জিত মুভিগুলর মধ্যে এটিকে অন্যতম হিসেবে ধরা হয় । এই মুভিতে কাজ করার পর কাজাল তেলেগু ডিরেক্টরদের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নজরে চলে আসেন । MAGHADHEERA মুলত একটি তেলেগু মুভি ছিল । এই মুভি মুক্তি পাওয়ার ২ বছর পর এটিকে তামিল এ প্রকাশ করা হয় MAAVEERAN নামে । তামিলেও মুভিটি সুপার হিট হয় । এরপরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় নি ।
তামিল ALLU ARJUN, PRABHAS, RAMA RAO JR এর মত জনপ্রিয় নায়কদের সাথে তার একের পর এক মুভি প্রকাশ পেতে থাকে । তার অন্যান্য ব্যবসায় সফল ছবিগুলোর মধ্যে রয়েছে-ডার্লিং (২০১০), বৃন্দাভানাম (২০১০), মি. পারফেক্ট (২০১১),সিংঘাম (২০১১), বিজনেসম্যান (২০১২), মাত্তারান (২০১২), নায়ক (২০১৩), বাদশাহ (২০১৩), ঠুপ্পাক্কি (২০১২) ইতাদি। যেগুল দর্শক পর্যায়ে ও অনেক প্রশংসা পায় । এছাড়াও SINGHAM , SPECIAL 26 , DO LAFZON KI KAHANI মুভির মাধ্যমে হিন্দি মুভিতেও অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন ।
জন্মঃ ১৯ জুন ১৯৮৫, মুম্বই, মহারাষ্ট্র, ভারত
বাসস্থানঃ মুম্বই, মহারাষ্ট্র, ভারত
জাতীয়তাঃ ভারতীয়
শিক্ষাগত যোগ্যতাঃ বিএমএম
শিক্ষা প্রতিষ্ঠানঃ কে. সি. কলেজ
পেশাঃ চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল
জনপ্রিয় চলচ্চিত্রঃ মাগাধীরা (২০০৯), ডার্লিং (২০১০), বৃন্দাভানাম (২০১০), মি. পারফেক্ট (২০১১)
উচ্চতাঃ ৫ ফু ৩ ইঞ্চি
ওজনঃ ৫৫ কিলোগ্রাম
পিতার নামঃ বিনায় আগারওয়াল
মাতার নামঃ সুমন আগারওয়াল
আত্মীয়স্বজনঃ নিশা আগরওয়াল (বোন)
কার্যকালঃ ২০০৪-বর্তমান
পুরষ্কারঃ সিনেমা পুরস্কার (২০১০, বৃন্দাভানাম) (২০১৩, ঠুপ্পাক্কি), জি সিনে পুরস্কার (২০১১, সিংহাম)
আরও পড়ুনঃ তানজিন তিশা- এই সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী
এছাড়াও, কাজল আগারওয়াল দক্ষিন ভারতে বিপুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি একাধিক হিট বলিউড ফিল্মে অভিনয় করেছেন। তিনি বিপুল সংখ্যক জনপ্রিয় ব্রান্ডের প্রচারণা করেন । তিনি ব্র্যান্ড দূত হিসেবে সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রতিনিধিত্ব করেন। সৌন্দর্য সাবান প্রচারনায় ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া অসিন থত্তুমকালের পর কাজল লাক্সের জন্য ব্র্যান্ড দূত নির্বাচিত হন।
তিনি দক্ষিণ ভারতের বেশ কয়েকটি খুচরা ও অলঙ্কার দোকানের প্রচারণাও করেন, যেমন: হায়দ্রাবাদের আএস ব্রদার্স, পণ্ডীচেরিতে শ্রী লাক্ষী জুয়েলারি এবং সালেম, তামিলনাড়ুতে এভিআর। দক্ষিণ ভারতীয় প্রথম অভিনেত্রী হিসেবে কাজল আগরওয়ালের মোমের মূর্তি Madame Tussauds Singapore -এ স্থান পেয়েছে । তিনি একাধিক সিনেমা পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ ভূষিত হন। বর্তমানে তিনি মুম্বাই এ নিজের পরিবারের সাথে বসবাস করছেন । মুম্বাই ছাড়াও হায়দ্রাবাদে কাজলের একটি বাড়ি রয়েছে ।
মন্তব্য লিখুন