দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর আদালতের নির্দেশে নতুন করে ব্যবসা শুরু করার ঘোষণা দিয়েছে দেশের সর্ববৃহৎ এমএলএম কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড। বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি, তবে সম্পদ বিক্রি করে নয়, ব্যবসা করে ফেরত দেয়া হবে টাকা । রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে রোববার অনুষ্ঠিত কোম্পানিটির ‘২৫ বছরে পদার্পণ’ অনুষ্ঠানে এমন ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদালতের নিয়োগ করা ডেসটিনি ২০০০ লিঃ এর চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া। সভাপতিত্ব করেন স্বতন্ত্র পরিচালক আহমেদ মুশফেক আনাম। গত বছরের ২৩ মে আদালত তাঁকে এই পদে নিয়োগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম এ আজিজ।
২০১২ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর কলাবাগান থানায় দুইটি মামলা দায়ের করেছিল ডেসটিনি ২০০০ লিমিটেডের বিরুদ্ধে। এসব মামলায় কোম্পানির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ বেশ কয়েকজন কর্মকর্তা কারাগারে আটক রয়েছেন। এছাড়াও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংরক্ষণে রয়েছে কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ।
অনুষ্ঠানে ডেসটিনির পক্ষ থেকে বলা হয়, যত টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে কোম্পানির। দুর্নীতির অভিযোগ সত্ত্বেও ডেসটিনির ৪৫ লাখ গ্রাহক এখনো তাদের প্রতি আস্থা রেখেছেন এবং ব্যবসা আবার শুরু করার পরিকল্পনায় প্রেরণা পাচ্ছেন। কোম্পানি প্রতিশ্রুত দিয়েছে, তারা ব্যবসা করে বিনিয়োগকারীদের পাওনা ফেরত দেবে, সম্পদ বিক্রি করে নয়।
সবশেষে, কোম্পানির পরিচালক আশরাফুল আমীন জানান, আগামী রমজানে সারা দেশে অলাভজনক ফুড ব্যাংক স্থাপন করবে ডেসটিনি। এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি। ঠিক কেমন করে ডেসটিনি ২০০০ লিমিটেড নতুন যাত্রায় সফল হয় তা শুধু সময়ই বলবে, তবে এতদিনের নিষ্ক্রিয়তার পর এমন এই ঘোষণার মাধ্যমে তাদের নবযাত্রা শুরু হলো।