শিশু এবং শিক্ষার্থীদের সামাজিক শিক্ষা ও গবেষনার জন্য একটি উত্তম ওয়েবসাইট হলো DOGO News. ওয়েবসাইটটিতে বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলী থেকে শিশু ও শিক্ষার্থীদের জন্যে উপযোগী নতুন নতুন সংবাদ প্রকাশ করে থাকে। ওয়েবসাইটটির প্রত্যেকটি আর্টিকেল বিভিন্ন আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ যা শিশু ও শিক্ষার্থীদের পড়ার বিষয়গুলো বোঝার ক্ষমতা, শব্দভান্ডার বৃদ্ধি, শোনা এবং গঠনমূলক চিন্তার দক্ষতা বাড়াতে সাহায্য করে।
ওয়েবসাইটটিতে একটি রিড এলাউড ফিচার রয়েছে । যে সকল শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে (যেমনঃ ইংরেজি যাদের মাতৃভাষা নয়, কিন্তু শিখতে আগ্রহী) তাদের উচ্চারণ দক্ষতা বাড়ানোর জন্য এই রিড এলাউড ফিচারটি খুবই কার্যকরী। এমনকি দৃষ্টি হীন বা কম দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীদের জন্যেও এটি একটি আদর্শ ফিচার হিসেবে স্থান পেয়েছে। Dogonews ওয়েবসাইটটিতে একটি সমন্বিত অভিধানও রয়েছে যার মাধ্যমে বাচ্চারা খুব সহজেই তাদের পাঠের অন্তর্ভুক্ত কীওয়ার্ড ও পাঠ্যের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে।
Newsela ওয়েবসাইটটির মত, DOGO news ও “রিডিং লেভেল” এর মত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার রেখেছে যার মাধ্যমে নিজের পড়ার সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে নিউজ আর্টিকেল গুলো পড়া যাবে। আপনি চাইলে আর্টিকেল গুলোর মূল ফরম্যাটেও পড়তে পারবেন অথবা ‘simplified’ অপশনে ক্লিক করে উক্ত আর্টিকেলটির একটি সহজ ভার্সনও বের করে নিতে পারবেন। যেটা আপনার বাচ্চার পড়ার দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
DOGO news এর অন্যতম একটি ফিচার হল শব্দ সংখ্যার উপর ভিত্তি করে আর্টিকেল খোঁজার অপশনটি। এক্ষেত্রে সার্চ অপশন এ গিয়ে আপনি আপনার চাহিদা অনুযায়ী ২০০ শব্দের আর্টিকেল বা ২০০- ৪০০ শব্দের বা ৪০০-৬০০ শব্দের বা তার ও বেশি শব্দের আর্টিকেল খুঁজে নিতে পারবেন ।
এছাড়াও আপনি আপনার পছন্দের ধরণ অনুযায়ীও আর্টিকেল খুঁজে নিতে পারবেন। আর্টিকেলের বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী, বিজ্ঞান, সামাজিক শিক্ষা, নাগরিকতা, বিশ্ব, পরিবেশ, আনন্দ, ভিডিও ও খেলাধূলা।
নিউজ আর্টিকেল পড়ার সময় শিক্ষার্থীরা যে শব্দ শিখছে সে সকল শব্দের অর্থ যেন তারা সুন্দরভাবে বুঝতে ও অনুশীলন করতে পারে সেই লক্ষ্যে DOGO news এর আর্টিকেল গুলোর সাথে রয়েছে Crossword নামে একটি ভোকাবুলারি গেইমের সুবিধা।
Crossword খেলার জন্যে বাচ্চাদের একটি শব্দের তালিকা দেয়া হয় এবং অনেকগুলো এলোমেলো অক্ষরের গ্রিডের মধ্য থেকে এই শব্দগুলোকে খুঁজে বের করতে হয়। তারা শুধু কোন একটি শব্দের প্রথম অক্ষরে ক্লিক করে এবং কার্সরটিকে টেনে শব্দটির লাস্ট অক্ষরে নিয়ে আসে। যদি শব্দটি সঠিক হয়, তাহলে এটি শব্দের তালিকা থেকে মুছে যাবে। এই গেইমটি বিনামূল্যেই খেলা যাবে।
Dogo news এর আরেকটি ভাল ফিচার হচ্ছে Cite article মানে নিবন্ধ উদ্ধৃতিকরণ। সহজ একটা ক্লিক করেই শিক্ষার্থীরা প্রধান তিনটি ফরম্যাট (যেমন MAL, APA, Chicago) এ আর্টিকেল সাইটেশন করতে পারবে। তারা এটা কপি করে যেখানে খুশি ব্যবহার করতে পারবে।
Dogo news প্লাটফর্মের আরেকটি ভাল ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটটির লিস্ট অব ফেভারিট অপশনে পছন্দের আর্টিকেলটি সংযুক্ত করা যায়। আর্টিকেলটির উপর নিজের মন্তব্য শেয়ার করার মাধ্যমে সহপাঠকদের সাথে নিজের ভাব প্রকাশের সুযোগ রয়েছে। আর্টিকেল গুলো সরাসরি গুগল ক্লাসরুমেও শেয়ার করা যায়। এবং এমন আরো অনেক সুবিধা রয়েছে এই প্লাটফর্মে।
DOGO ওয়ার্ক বুকঃ Dogonews প্লাটফর্মের সদস্যদের জন্য রয়েছে ওয়ার্কবুক সুবিধা। আর্টিকেল এর সাথে থাকা এই ওয়ার্কবুকগুলো ডাউনলোড করে নেয়া যায়। তবে শুধুমাত্র dogonews এর সদস্যগণই এই ওয়ার্কবুকগুলোতে প্রবেশ করার সুযোগ পায়। ইংরেজি ও স্প্যানিশ দুটি ভাষা-য়ই এই ওয়ার্কবুকগুলো পাওয়া যায়।
এতে সম্পূর্ণ নিউজ আর্টিকেল, রিডিং কুইজ, ভোকাবুলারি টেস্ট, পাঠ্য বিষয়টি বোঝার দক্ষতা নিরূপণ, পার্টস অব স্পিচ কুইজ, গঠনমূলক চিন্তার দক্ষতা বিষয়ক বিভিন্ন টেস্ট থাকে। আপনি বিষয় অনুযায়ী ওয়ার্কবুক খুঁজে নিতে পারবেন। ওয়ার্কবুকগলো পিডিএফ ফরম্যাটে আছে এবং এগুলোর মূল্য পড়বে দশ ডলার মাত্র।
DOGO News বুকসঃ ওয়েবসাইট টিতে dogo books নামে একটি ফিচার আছে যেখানে বিভিন্ন বই নিয়ে বাচ্চাদের মন্তব্য ও সুপারিশ দেখতে পাবেন। আপনি বইয়ের নাম, লেখক বা আইএসবিএন দিয়ে সার্চ করে বই খুঁজে নিতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরণের বইয়ের পর্যালোচনা এবং সুপারিশ দেখতে বই ক্যাটালগ ব্রাউজ করতে পারেন এবং বৃহৎ এক পাঠক সমাজের এর সাথে সংযুক্ত হতে পারেন। বিভিন্ন বই নিয়ে কুইজ, ন্যাট জিও কিডস ক্লাব, বুক সিরিজ এবং বিনামূল্যে পাওয়া যায় এমন আরো বিষয়াদির একটি সেকশন রয়েছে dogo বুকে।
Dogo মুভিঃ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরণের সিনেমার পর্যালোচনা ও সুপারিশ নিয়ে একটি ফিচার আছে dogo movies এ। সার্চ বক্সে কিডস মুভি লিখে সার্চ দিলে বাচ্চাদের সিনেমাগুলো সম্পর্কে তথ্য পাওয়া যাবে, এছাড়াও আপনি ডান দিকের সাইড বার ব্যবহার করেও বাচ্চাদের জন্য জনপ্রিয় সিনেমাগুলো (সপ্তাহ, মাস বা বছর এর হিসেবে) দেখতে পাবেন । আপনার পছন্দের মুভি বা সিনেমাটি খুঁজে পেলে রিভিউ অপ্সহনে ক্লিক করে মুভিটির উপর মন্তব্য করতে পারেন, মুভির ট্রেইলার থাকলে দেখতে পারবেন এবং মুভিটি নিয়ে অন্যদের প্রতিক্রিয়া দেখার জন্যে মন্তব্যের সেকশনে দেখতে পারেন।
DOGO News কি বিনামূল্যে?
দুর্ভাগ্যবশত, ওয়েবসাইটটির বেশিরভাগ আকর্ষণীযয় ফিচার যা শিশুদের শিক্ষা এবং পড়া বোঝার উন্নতি করে তা শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য। DOGO News বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান রেখছে সদস্যদের জন্য। উদাহরণ স্বরূপ, DOGO news PRO Teachers plan নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে যার জন্য প্রতি বছর ছাত্র প্রতি $4.00 দিতে হয় এবং ন্যূনতম 20 জন ছাত্রের প্রয়োজন। DOGO News একটি ৭ দিনের বিনামূল্যের ট্রায়াল অফার রেখেছে যা আপনাকে ওয়েবসাইটটির বিভিন্ন ফিচারগুলোতে প্রবেশ করার সুযোগ দেয়। চার্জ এড়াতে আপনি ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগে সদস্যপদ বাতিল করতে পারেন।
Reference: www.educatorstechnology.com
I also interested