প্রযুক্তির বদৌলতে এখন আমরা প্রায় সকলেই কমবেশি সোশ্যাল মিডিয়া এর সাথে পরিচিত । দেশ তথা বিশ্বের সকল মানুষের সাথে , সকল সংস্কৃতির সাথে , সকল সভ্যতার সাথে মিলিত হওয়ার একটি বিশাল প্লাটফর্ম সোশ্যাল মিডিয়া ।
বর্তমানে সারা পৃথিবীতে অনেক গুলো সামাজিক যোগাযোগ মাধ্যেম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম , স্নাপচ্যাট, টুইটার , হোয়াটসএপ, লিংকডিন, পিন্টারেস্ট ইত্যাদি । এই প্রত্যেকটি মাধ্যমই অত্যন্ত জনপ্রিয় এবং উপকারিও বটে । কিন্তু এর বেশ মারাত্মক কিছু ক্ষতিকর দিকও রয়েছে ।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক । ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক। দেশের সর্বস্তরের মানুষ , যুবক যুবতী থেকে শুরু করে বাচ্চা , বুড়ো , নারী ,চাকরীজীবী, শ্রমিক , শিক্ষক , চিকিৎসক ইত্যাদি প্রায় সব বয়সের ও সব পেশার লোকই ফেসবুককে বিনোদনের একমাত্র উৎস হিসেবে বেছে নিয়েছেন ।
এতে একপ্রকার আসক্ত হয়ে যাচ্ছেন তারা, বিশেষ করে আমাদের যুবসমাজ । অবসর সময়ে যুবকেরা গল্পের বই হাতে না নিয়ে অথবা খেলার মাঠে না গিয়ে নীল স্ক্রিনের ফেসবুকের নিউজফিড নিয়ে পরে থাকছে দিনের পর দিন । এতে তাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি হচ্ছে ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর মিথ্যা খবর প্রচার করা হয়। যার ফলে সাধারন মানুষের মনে শঙ্কা বা বিদ্বেষ সৃষ্টি হয় । সেই মিথ্যা খবর নিয়েই পরে থাকে হাজার হাজার মানুষ । এসব মিথ্যা বা ভুয়া খবর সাধারনত বিভিন্ন অপরাধীরা প্রচার করে থাকে তাদের অপরাধ সহজতর করার আশায় ।
কেবল মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে বড় হতে থাকা বাচ্চারা প্রচুর হতাশার শিকার হন, এর ফলস্বরুপ আত্মহত্যাও করেন কেউ কেউ ।
এখনকার বেশির ভাগ মানুষই কিছু শেখার উদ্দেশ্য বা আগ্রহ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেনা , তাই এগুলো তাদের সময় অপচয় ছাড়া আর কিছুই না ।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর হয়রানি হয় বিশেষ করে নারীরা এক্ষেত্রে মারাত্মক হয়রানির স্বীকার হয় । বিশ্বের প্রায় ৭০ শতাংশ নারী কোন না কোন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা হয়রানির স্বীকার হয়ে থাকেন ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো ব্যাক্তিগত তথ্য বা গোপনীয় তথ্য ফাসঁ হতে পারে কারন এখনো সেরকম নিরাপত্তার আওতায় আসেনি যোগাযোগ মাধ্যমগুলো । তাই এদিকে বেশি আকৃষ্ট না হওয়াই ভাল ।
আরও পড়ুনঃ বাংলাদেশে মোবাইল ফোন অপারেটর এর যাত্রারম্ভ
বিভিন্ন ধর্মীয় উস্কানীমূলক পোস্ট বা ছবি শেয়ার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে । যার মন্তব্য নিয়ে তৈরি হয় কলহ এরপর তা মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিনত হয় । যা একটি সমাজের মধ্যাকার সম্প্রীতি নষ্ট করার মূলে রয়েছে ।
মোট কথা প্রযুক্তির কল্যানে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করছি তাতে আমরা উল্টো অসামাজিক হয়ে যাচ্ছি দিন দিন । পরিবার , বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা । ব্যাক্তিগত মতামত গুলো নিতে পারছিনা আমরা নিজেরা এবং সিদ্ধান্তহীনতায় ভুগছি ।
তাই আমাদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভাল দিকগুলোর সাথে বেশি পরিচিত হওয়া এবং অকারনে ঘন্টার পর ঘন্টা সময় এর পিছনে নষ্ট না করা । কারন এতে সামগ্রীক ভাবে আমরা , আমাদের দেশ ও জাতি ক্ষতির সম্মুখীন হব অচিরেই ।
খুব সুন্দর লেখা। সমসাময়িক বিষয় বিশেষ করে সোসাল মিডিয়া নিয়ে লেখা অতিব গুরুত্বপূর্ন। এর সুফল ও কুফল উভয় দিকগুলো নিয়ে বিশ্লেষনের মাধ্যমে সকলকে সচেতন করা দরকার। লেখিকাকে অজস্র ধন্যবাদ এরকম একটি লেখা উপহার দেবার জন্য।