স্তব্ধগান
– মোঃ আতিকুর রহমান
সুখ দুঃখ আর জীবননগর,
অচেনার মাঝেও চেনার ব্যাকুলতা।
সৃষ্টিকল্পে ছেয়ে যাওয়া আধুনিকতার মোহর,
বিষন্নতার শব্দসুরে মিশে যাওয়া চাঞ্চল্যতা।
কি অদ্ভুত এ সৃষ্টি প্রেক্ষাপট?
যেন হারানোর মাঝে খুজে পাওয়া সব।
প্রাপ্তির মাঝে অপূর্ণতার যট,
ক্লান্তির মাঝে কেন অপলক দৃষ্টি?
প্রকৃতির মায়াটান যেন স্রষ্টারই সৃষ্টি।
নিভু জীবন প্রদীপালোকে আঁকা কল্পনার রঙ,
যেন সুরভিত পুষ্প পাপড়ির ঝরে যাওয়ার বিজ্ঞাপন।
নৌকার পালে ভাসাই শত সপ্নছবি,
স্রোতোবহার লালিত তরঙ্গ কলরবে মুছে যাবে সবই।
কাগজের ভেলায় ভাসে জীবন সিংহাসন,
হৃদয় ভাঙা প্রাচীর ঘেরা হাজারো স্বপন।
সোনালী গোধূলির মৃদুতর আভা,
দিয়ে যায় দিক দিয়ে যায় শোভা।
জীবন মানেই তো হারিয়ে যাওয়া আমি,
স্মৃতিটানে ভালোবাসার সিক্ততায় মনুষ্যত্বই দামি।
“স্তব্ধগান”
সমাপ্ত
“পৃথিবীর স্তব্ধতা”
– মোঃ আতিকুর রহমান
আজ আলোড়ক পৃথিবীতে আধারের ঘনঘটা,
পৃথিবীর বুকে কালো মেঘপুঞ্জও চূর্নবিচূর্ণ।
তিলে তিলে স্তব্ধ মানব সভ্যতার পথেহাটা,
প্রানের তীরভূমি আজ বিষের তীরে বিদ্ধ।
মিশাইলে ছেয়ে যাওয়া আকাশে পাখির কোলাহল,
সীমাহীন স্রোতস্বিনী জীবনপথ থমকে যায় যুদ্ধে।
আজ দু চোখ জুড়ে শুধু মায়ার ছায়া,
শত কান্নায় হয় নাহ তো জীবন ফিরে পাওয়া।
নিস্তব্ধ প্রকৃতি আজ শুধু মুচকি হাসে,
অসহায় জীবন গুলো যেন বৈঠাহীন ভেলায় ভাসে।
দুর্বলতা আর অসহায়ত্বে শুধু স্রষ্টার খোজ
স্রষ্টা আজ হেসে বলে আমিতো সবই দেখেছি রোজ।
“সমাপ্ত”
আরও পড়ুনঃ ভাষার তরী – মোঃ আতিকুর রহমান