অচেনা তুমি
—- মোঃ আতিকুর রহমান
চাদের আলোও নাকি প্রফুল্ল হৃদয়ের প্রানবন্ত সুরের ভাষা বোঝে,
বোঝে তোমার সপ্নীল হাসির কন্ঠস্বর।
যদিও দীপ্তিময় আকাশটাও আজ মেঘাচ্ছন্ন কালো মেঘের আবছায়ায় সাজে,
পাখির নীড়েও উচ্ছ্বাস আর ক্লান্তি অবসানে অবসর।
কালো আধারে বিন্দু আলোও যেন আজ মানছেনা বাধা,
বিন্দুবৎ সুখে সব দুঃখ হয়েছে দিশেহারা ।
সব অচেনা পাখির কোলাহলে উদ্ভাসিত প্রান্তর,
তবুও চিরোচেনা সেই পাখিটির সুরে ভাসে প্রফুল্ল এ অন্তর।
স্বরগ্রামে সুমধুর সুরে সুর রাখিনি কখনো,
দেখিনি কখনও সেই অপরূপ চোখে মায়াবী মেঘ।
শুনেছি কি সেই মেঘের গর্জনে প্রানের ডাক?
সিন্ধ হাসির কিঞ্চিত প্রলোভনে জীবন ফিরে পাক।
চান্দ্রায়ণিক আলোড়নে উজ্জ্বলিত তম রুপ,
অশ্রুসিক্ত নয়নে ভাসে অচেনা সে মুখ।
শুভ্রজ্যোৎস্নায় জোনাকির স্নানযাত্রা ,
হতাশারা ছুটছে দিক বেদিক পায়নি তো পাত্তা ।
তম হাসিতে হাসিনি কখনও মিলিয়ে শব্দসুর,
জলভরা নয়নে দেখেছি আলো হেঁটেছি বহুদূর ।
অনুভবের অনুতাপে ভাঙ্গা ভাঙ্গা কল্পনা,
আঁকতে কি পেরেছি হৃদয় ফ্রেমে তমরুপ সেই আল্পনা ।
চিরচেনা সব প্রান্তরে শুধুই অচেনা তুমি হাঁটছ অজানায়,
খুঁজে পাবে পথ জড়াবো তোমায় সর্বসুখের মূর্ছনায়।
সমাপ্ত