DigiBangla24.com উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাসী জনপ্রিয় অনলাইন ব্লগিং নিউজ পোর্টাল। এই পোর্টালের সংবাদ সংগ্রহের জন্য সৎ, কর্মঠ ও সাহসী সংবাদ প্রতিনিধি নিয়োগ করা হবে।
খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফ্রিল্যান্সিং, চাকুরী, শিক্ষা, গেইমস ও লাইফস্টাইল।
১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বয়স ১৮ থেকে ৪৫
২. অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকা দেয়া হবে।
৩. স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে।
৪. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে
৩. সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে
১. কপি নিউজ করা যাবে না
২. মেয়াদ উত্তীর্ণ নিউজ পোস্ট করা যাবে না
৩. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে
৪. নিউজের টপিক মানসম্মত হতে হবে।
৫. কোন ধরনের রাজনৈতিক এবং নেতিবাচক সংবাদ পাঠানো যাবে না।
Fr Wing অ্যাপের মাধ্যমে পারফরমেন্সের ভিত্তিতে কমিশন ও বিভিন্ন ধরনের ইনসেনটিভ প্রদান করা হবে। এছাড়াও স্ব স্ব বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে।
নির্বাচিত প্রার্থীদের বেসিক জার্নালিজম প্রশিক্ষণের যাবতীয় শীট ও ভিডিও টিউটোরিয়াল সরবারহ করা হবে।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ (সেলফি হলেও হবে) প্রার্থীর জীবনবৃত্তান্ত সহকারে Fr Wing অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
গুগল প্লেস্টোর থেকে Freelacnerwing.com এর অফিসিয়াল Fr Wing App টি ইন্সটল করতে হবে।
[ ইনস্টল করার জন্য গুগোল প্লেতে গিয়ে freelacnerwing.com বা com.sna.frwing লিখে সার্চ দিন অথবা এখানে ক্লিক করুন ]
Fr Wing App থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন প্রসেস নিচের ভিডিও থেকে দেখে নিন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে Freelancing job অপশন গেলে আপনি সংবাদ প্রতিনিধি আবশ্যক জব দেখতে পাবেন। সেখান থেকে আবেদন করুন।
আবেদন করার পর ব্লগিং নিউজ পোর্টালটির অনলাইন অ্যাপ DBL24 ইনস্টল করে নিন।
আবেদন করার ৩ দিনের মধ্যে আবেদনপত্র যাচাই- বাছাই ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইল বা ই-মেইলের মাধ্যমে সংবাদ প্রতিনিধি হিসাবে নিয়োগের ফলাফল নিশ্চিত করা হবে।
বি:দ্র: Digibangla24.com কোনো গ্রুপ অফ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। ব্যক্তিগত অর্থায়নে পত্রিকা পরিচালিত হয়। Digibangla24.com -কে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন।
ফেইসবুক পেইজ: www.facebook.com/digibangla24
Ami agrohi
Dear aditor,
I am agree to join your news portal.If you grant me as a represantive of Titas upazila in Cumilla,I will try to best as a crospondate.
Dear aditor Iam agree to join your news.If you grant me as a upazila shadulapur in gaibandha IWill try to best as crospondate