বর্তমানে জনপ্রিয় ব্যান্ড গুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ব্যান্ড হলো ‘অ্যাশেজ‘। অ্যাশেজ ব্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য “জুনায়েদ ইভান”। এই ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেই তার খ্যাতি এবং পরিচিতি। ব্যান্ডের গান হিসেবে অনেকেই ভেবে থাকে প্রচুর পরিমান মিউজিক কিন্তু তার মাঝেই যে লুকিয়ে থাকে কিছু বাস্তববাদী কথা বা উক্তি, কিছু মানুষের স্বপ্ন আবার কারো কারো অক্লান্ত পরিশ্রম।
১০ বছর আগে প্রথম রিলিজ হয়েছিল অ্যাশেজের বিখ্যাত সেই “হীন” গানটি। তারপর কিছু সময় ব্যবধানে একের পর এক গান রিলিজ হতে থাকে আর যা কিনা শ্রোতাদের মনে গভীর জায়গা করে নিতে সক্ষম হয়। অ্যাশেজ ব্যান্ডের গানগুলোর সাথে সাথে জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি ইয়ং জেনারেশনের কাছে বেশ জনপ্রিয়। আজকে আমরা জানবো অ্যাশেজ ব্যান্ডের কিছু বিখ্যাত গানের লিরিক্স বা কথাগুলো-
আর্টিকেলে যা থাকছেঃ
চলো হারিয়ে হারিয়ে যাবো
আনন্দ ধারায় ,
আর একবার চলো ছুটে যাই
আঁধার রং এর আলোয়
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি।
অন্ধকারে পুড়ে যায় এ মন
ফিরে আসো এই তোমাতে…….
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে
যদি না বেজাও এ মন… ?
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টি ধারায়। …
চলো হারিয়ে হারিয়ে যাবো
আনন্দ ধারায় ,
আর একবার চলো ছুটে যাই
আঁধার রং এর আলোয়
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয় ,
শব্দহীন শব্দ গান এ …
মেঘ গুলো মন হয়ে যায়,
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে…
কেমন আছো কোথায় মনে কী রবে
নেশা লাগে ঠোঁটে নিশানা চোখে
কী দিয়ে যে তারে বোঝাব আমায়
কোন আকাশে সে ডানা মেলে উড়ে
এই ভাবে আমার মেট্রো জীবন
কোন রকমের এক হলুদের রঙ
কত গাড়ি চলে যায় দূরবীনে বাড়ি
জানালাতে চোখ মুছে দেবে কী
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা।
কোন দেশে থাকে সে কোন দেশে ঘুমায়
নিংড়ে যাব আমি নিংড়ে তুমি।
কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায়
এস্ট্রের ফাঁকে স্বপ্ন দেখা
কত দিনের এ ব্যাথা বোঝাব কারে
কত ব্যাথা সয়ে যায় সয়ে যেতে দাও
ছাড়তে পারিনা,ধরতে পারিনা,সইতে পারিনা,বাঁধতে পারিনা
ছাড়তে পারিনা রে,সইতে পারিনা রে,বাঁধতে পারিনা রে….
উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না ..
উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না..
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে ..
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে ..
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা,
নিভে গেলে দীপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজে।
এখনো বাকি আছে, সমঝোতা মরণে
হারানো দিনের মানুষ, বিপন্ন অতীতে,
নিভে গেলে দীপ্ত শিখা, আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজে।
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাঁড়াবে কালবৈশাখে ..
এত সামান্য বাতাসে, ঝরে পড়ে গেলে
কিভাবে দাড়াবে কালবৈশাখে ..হে……
আমার আকাশে আমি থাকি ২০৬ রাত ঘুম হয়না
তারাবাতি জ্বলে
তারাবাতি নিভে
একটা মেয়ে বাসস্টপে কাঁদে
তারাবাতি জ্বলে
তারাবাতি নিভে
একটা মেয়ে বাসস্টপে কাঁদে
আমার এখানে আমি একা
সবুজ বালিশে জলসা দেখি
ও ও ও ও ও…….
আমার আকাশে আমি থাকি ২০৬ রাত ঘুম হয়না
তারাবাতি জ্বলে
তারাবাতি নিভে
একটা মেয়ে বাসস্টপে কাঁদে
তারাবাতি জ্বলে
তারাবাতি নিভে
তারাবাতি জ্বলে
তারাবাতি নিভে
একটা মেয়ে বাসস্টপে কাঁদে
আমার এখানে আমি একা
সবুজ বালিশে জলসা দেখি
আমার এখানে আমি একা
সবুজ বালিশে জলসা দেখি
ও ও ও ও ও…….
হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
আজ আমার মন ভাল নেই
কি যেন কি হয়ে গেছে আমার
সারাটা আকাশ তারার মেলায়
লাগছেনা ভালো অসুখটা আর
আজ আমার মন ভালো নেই
কথা সব শেষ হয়ে গেছে
নাকি শেষ তুমি করেছিলে?
লাগছে না ভালো জীবনটা আর
আজ আমার মন ভালো নেই
হঠাৎ করে কেদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
হঠাৎ করে কেদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
আজ আমার মন ভালো নেই..
শুনতে কী পাও কথা গুলো তুমি.?
ঠোঁটের কোনে তুমি কী সাড়া দিবে.??
এই ভাবে আমার বাড়ছে জীবনটা..
মাসের শেষে ছোট খাট কান্না..!!
কী আর হবে-
এই ভাবে বেঁচে থেকে,
কী আর হবে-
কালো ঠোঁটে চায়ের কাপে,,
কী আর হবে-
আমার বয়স বেড়ে যাবে,
কী আর হবে; আমার ভাল লাগেনা…!
কি আর হবে-
এই ভাবে বেঁচে থেকে,
কি আর হবেরে-
কালো ঠোঁটে চায়ের কাপে,
কি আর হবেরে-
আমার বয়স বেড়ে যাবে…..
এর বেশি আর কী হবে…!!
কী চেয়েছিলে, কী বেঁচে থাকা,,
ফুটপাতে রাস্তায় জ্বলছে সিগারেটে,,
উড়ছে ঠোঁটে ধোঁয়া, টঙের চায়ের কাপে,,
আকাশের তারারা; একটা ছেলেমানুষি।
কি আর হবে-
এই ভাবে বেঁচে থেকে,
কি আর হবে-
কালো ঠোঁটে চায়ের কাপে,
কি আর হবে-
আমার বয়স বেড়ে যাবে,
কি আর হবেরে; আমার ভালো তো লাগে না…!
কি আর হবে-
এই ভাবে বেঁচে থেকে,
কি আর হবে-
কালো ঠোঁটে চায়ের কাপে,
কি আর হবেরে-
আমার বয়স বেড়ে যাবে,
এই বেশি আর কি হবে…!
এত যে ভালো লাগার এ জীবন
এত যে সাধনার এ জীবন
এত যে তিলে তিলে স্বপ্নে স্বপ্নে ঠিকই তো ঘুম ভাঙ্গবে
কি পেয়েছ তুমি,কি চেয়েছিলে তুমি,হিসেবটা তোমার বড়ই গড়মিল…
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
এমন মাটির বাসার চাইতে, আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথি, বড় হয়ে বদলে গেছে
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
এমন গানের লাইনের চাইতে, বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে ধুকে ধুকে মরা ভালো।
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
এমন পোড়া মনের চাইতে সুনীলের কবিতা ভালো।
জনম ধরে কস্টের কথা, বলতে বলতে জনম গেলো।
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে,
এমন সুখের আনন্দের চাইতে দুঃখ পাওয়া ভালো।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না যে আগা গোড়া জানবে আমারে…….
ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে
ইচ্ছে হলে জল হয়ে যায় ভুল তরুণী
পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে
বনলতার ঠোঁটে বৃষ্টি বিষণ্ণ বিকেল।
ইচ্ছে হলে দাও ছুঁয়ে নিবিড় কর আমায়
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধরো মনে
কাঁদতে দেব তোমায়।
হঠাৎ করে জানালাতে রাগ ভেঙ্গে গেছে
জানালাতে কাঁদছিল চোখ ভীষণ লাজুক
হঠাৎ করে জানালাতে লাজ উঠে যায়
লাজ ভয়ে সারাটিক্ষন চুপচাপ প্রেমিক
ইচ্ছে করে মেঘ গুলো আকাশ ছুঁয়ে যাবে,
ইচ্ছে হলে স্লিপ হয়ে ভুল সংকট
পরিচিত রাস্তায় নখের দাগ লেগে থাকে
বনলতার ঠোঁটে বৃষ্টি বিষণ্ণ বিকেল
ইচ্ছে হলে দাও ছুয়ে নিবিড় করো আমায়
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুঁয়ে আবেগ ধর মনে
হারিয়ে যাওয়া মেঘ ধরে সবুজ ওড়না উড়ে
ইচ্ছে হলে দাও ছুয়ে নিবিড় করো আমায়
কাঁদতে দেব তোমায়
সত্য করে জানি পাবো না তো
মিথ্যেটা হোক তবে ভালো
মিছেমিছি কপালে হাত
কেনো তুমি আকাশ দেখাও..?
সত্য করে জানি পাবো না তো মিথ্যেটা হোক তবে ভালো মিছেমিছি কপালে হাত
কেনো তুমি আকাশ দেখাও..?
আমার এ মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে…
আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে..
মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম নির্দোষ
চোখ কেনো
ধরেনা উড়ানো ঘুড়ি..
মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম নির্দোষ চোখ কেনো
ধরেনা উড়ানো ঘুড়ি..
সত্য করে জানি পাবো না তো মিথ্যেটা হোক তবে ভালো মিছেমিছি কপালে হাত কেনো তুমি আকাশ দেখাও..?
সত্য করে জানি পাবো না তো মিথ্যেটা হোক তবে ভালো মিছেমিছি কপালে হাত কেনো তুমি আকাশ দেখাও..?
আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় বেখেয়ালি স্টেশন রোডে..
আমার এ মন জলে ভেসে যায় কান্না গুলো রোদে পুড়ে যায় বেখেয়ালি স্টেশন রোডে..
আমার ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
আমার ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না
আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না
কেমনে ভুলিবে সেদিন বল
যেদিন তুমি পাশে ছিলে
ভুলিবে কেমনে সে রাত বল
যে রাতে তুমি গেছো চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধুই অন্ধকার।
ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
কেমনে বোঝাবো নিজেকে বল
তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালেবেসে যে সব হারালাম
নেইতো কিছু আর আমার
ভালোবাসার তানপুরাতে
সুর যে বাজে না
আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ
আয়নাতে চোখ ছোঁয়ে
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা
আমার ভাললাগা।
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয় মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভালো লাগা
আমার ভালবাসা
কি জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে
কি জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে…
চুপচাপ সারাদিন কত সন্ধ্যায়
সারা রাত আকাশে কাল ওঠেনি
হঠাৎ করে কেউ নেই পাশে
তোমারো কি এমন হয়, এমন করে
লোডশেডিং এর ছাদে আমার হতে
তোমারো কি এমন হয় যখন তখন
অকারণ কান্নাটা
খুব বেশি কি রাগ ছিল
কতই বা ফুরাবে বলো
ঠিক এভাবেই আমার
কেটে গেছে সারা রাত
সারি… সারি
চুপচাপ সারাদিন কত সন্ধ্যায় সারা রাত আকাশে কাল ওঠেনি
হঠাৎ করে কেউ নেই পাশে
তোমারও কি এমন হয়, এমন করে
লোডশেডিং এর ছাদে আমার হতে
তোমারও কি এমন হয় যখন তখন
অকারণ কান্নাটা
অনেক বছর আগের একটা বৃষ্টির দাগ ছিল
পুরনো ক্যালেন্ডারে তুমি খোঁজ নিয়ে দেখো
অনেক বছর আগের একটা শীতে
কাঁপুনির ভেতরে আমারে কী টের পেয়েছিলে
অনেক বছর আগের একটা কফির টেবিলে
মদের বোতলে আমারে কী নেশা করেছিলে
অনেক বছর আগের একটা পুরনো ছবির ফ্রেমে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে আমারেই মুছে দিলে
জানালাটা খুলে দাও আকাশে আকাশে
এইবার বলো ভালবাসি
এইবার আমাকে বলে দাও
কতো লাল হলে চোখ আমার হবে….
হঠাৎ করে অঙ্গ ছুয়ে যায়
ফিরে আসো মেঘ করো আমায়..
ভুল আদরের ক্ষত এ মনে
লেগে থাকে নখেরও দাগে
বলছিনা আমার হতেই হবে…
বলছিনা হতেই হবে আমার…
শুধু যখন একি হাত
অন্য ভাবে আঙ্গুল ধরে
বলছিনা আমার হতেই হবে…
জানালাটা খুলে দাও আকাশে আকাশে
এইবার বলে দাও ভালোবাসি
এইবার আমাকে বলে দাও
কত লাল হলে চোখ আমার হবে..
বলছিনা আমার হতেই হবে.!!
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
কার কপালের টিপ
কার কপালের টিপ
কার হয়ে যায়
চলে গিয়ে ভুল করেছে
ভুল করে সে ফুল হয়ে যায়
ভুল করে সে ফুল হয়ে যায়
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
কোন সে ভারে নুইয়ে পরে
কুয়া তলে নৌকা দোলে
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
কোন সে রাতে আঁচল নাচে
শীতের গায়ে পিঠা উড়ে
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
কার কপালের টিপ
কার কপালের টিপ
কার হয়ে যায়
চলে গিয়ে ভুল করেছে
ভুল করে সে ফুল হয়ে যায়
ভুল করে সে ফুল হয়ে যায়
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
সুন্দর হয়ে যাবে
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
এখনও কি রাত হলে
তাহাদের কথা ভাবো
ভেবে ভেবে কষ্ট পাও
এখনও কি রাত হলে
তাহাদের কথা ভাবো
ভেবে ভেবে আয়না দেখ
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
সুন্দর হয়ে যাবে
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
এখনও কি রাগ হলে
তাহাদের কথা ভাবো
যারা গেছে চলে
তুমি কালো বলে
তুমি কালো বলে
যারা গেছে চলে…
তুমি কালো বলে
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
ওরা লজ্জা পেয়ে যাবে
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
আয়না দেখ না…
তুমি আয়না দেখ না…
সুন্দর হয়ে যাবে
তুমি আয়না দেখ না..
তুমি তামাক ধর তামাক ছাড় আগুন জ্বালিয়ে দাও
তুমি তামাক ধর তামাক ছাড় আগুন জ্বালিয়ে দাও
আগুন জ্বালালে উড়ে যাবে যাবে পাখি
মনা, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুড়ে তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখতাম
মনের বিরুদ্ধে কি কবিতা লিখা যায় রে…
জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুড়ে তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
তুমি মাঝে মাঝে আমার কাছে তোমারে চাইতা
তুমি মাঝে মাঝে আমার কাছে আমারে চাইতা
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতামরে
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতামরে
মনের বিরুদ্ধে কি নিজেরে দেয়া যায়রে…..
জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ
মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা
গাজার ভিতরে মাথা ঘুড়ে তামাক বৃক্ষের পাতা
নষ্ট করে মন
নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমি ও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমি ও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমি ও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমি ও কেটে যাবে
নেশা কেটে গেলে তুমি ও কেটে যাবে
সারা আকাশ জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
সব জমে থাকা আঙুলে
খুব বেশি কী চেনা হয়েছিলো
রাগগুলো কী সুখী হয়েছিলো মন
মাঝে মাঝে মন কী যে চায়
মাঝে মাঝে রূপকথা সে
মাঝে মাঝে মন ফেরে না
জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
আবার
তবু চোখ ভেবে দেখেছে কী
রাগ ছিল ভুলটা
ঘুড়ি ওড়েনি আকাশ
নাকি ছুঁয়ে দাও
সারাটা আকাশ জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায় সব জমে থাকা আঙুলে
খুব বেশি কি চেনা হয়েছিলো
রাগ গুলো কি সুখী হয়েছিলো মন
মাঝে মাঝে মন কি যে চায়
মাঝে মাঝে রূপকথা সে
মাঝে মাঝে মন ফেরে না
জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায় আবার
আমি তো অনেকদিন আকাশের তারা গুনিনা
আমি তো এখন আর আমাকে খুঁজে পাইনা
আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক’টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক’টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে
পাপের বন্ধনে থাকা সরল মানুষ
টগবগে রক্ত বিপ্লবী নকশার মন
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
ভালোবাসা আর এক নাম ইভান ভাই
অসংখ্য ধন্যবাদ এই Site কে এত সুন্দর করে Ashes Band এর গান গুলোর Lyrics করে দেওয়ার জন্য ✨💜
ভালোবাসি আপনাকে Evan Bhai 💜
অসংখ্য ধন্যবাদ এই Site কে এত সুন্দর করে Ashes Band এর গান গুলোর Lyrics করে দেওয়ার জন্য ✨💜
ভালোবাসি আপনাকে Evan Bhaii 💜