ডিজিটাল বাংলাদেশ এর অর্জন ও উন্নয়ন কার্যক্রম

ডিজিটাল বাংলাদেশ-Seikh Hasina High-tech Park

Seikh Hasina High-tech Park

রূপকল্প ২০২১ এর অন্যতম প্রধান অনুষঙ্গ ডিজিটাল বাংলাদেশ। যার মূল লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে  আধুনিক, জ্ঞানভিত্তিক ও মধ্যম আয়ের দেশে পরিনত করা । অবকাঠামো উন্নয়ন ও কানেক্টিভিটি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ই-গভর্মেন্ট এবং  আইসিটি শিল্পের উন্নয়ন এই চারটি স্তম্ভকে ঘিরে ডিজিটাল বাংলাদেশ এর বাস্তবায়ন হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দিকনির্দেশনা এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর পরমর্শে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এ বিভাগের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন।

এ উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে। স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নানাবিধ প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে। ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প ও কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়েছে। এসব অগ্রগতি ও সাফল্যের কথা নিচে তুলে ধরা হলো-

ডিজিটাল বাংলাদেশ এর অর্জন ও উন্নয়ন কার্যক্রম

ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য এত কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়তন করলেও আমরা যদি যুব সমাজকে প্রযুক্তির কাজে যথোপযুক্ত গাইডলাইন দিয়ে মনোনিবেশ না করাতে পারি তাহলে আমাদের সকল ধরনের ডিজিটাল পরিকল্পনাই ব্যর্থ হওয়ার সম্ভাবনা । বর্তমানে আমাদের দেশে প্রযুক্তির অপব্যবহারই বেশি হচ্চে। তাই আমাদের উচিৎ হবে যত দ্রুত সম্ভব যুবসমাজকে উপযু্ক্ত প্রশিক্ষণের মাধ্যমে ও গণ সচেতনা তৈরি করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের হাতিয়ার হিসেবে গড়ে তোলা।

তথ্যসূত্রঃ বিসিসি ও অনলাইন জার্নাল

Exit mobile version