ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত সরকারি তিন ব্যাংক সোনালী, জনতা ও রূপালী ব্যাংকে নিয়োগের জন্য বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রাথীদের নিকট থেকে অনলাইনে দরখস্তের আহ্ববান জানানো হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ১৪ মে, ২০২১ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, মোট ৪৭ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে।
*যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এ স্নাতকোত্তর ডিগ্রী অথাব চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রী থাকতে হবে।
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম বিভাগ থাকতে হবে।
*কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, এসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও সিনিয়র অফিসার এসিস্ট্যান্ট হার্ডও্যায়ার ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা মোট ৪৭টি যার মধ্যে সোনালী ব্যাংক ১৮টি, জনতা ব্যাংক ১০টি ও রূপালী ব্যাংক ১৯টি।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৫-এর টাকা ২২০০০-২৩১০০… …৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে। অফেরতযোগ্য ২০০ টাকা, যা ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট (ইনস্ট্যান্ট অথবা প্রিপেইড পদ্ধতিরে আবেনকারীর নিজের অথবা এজেন্ট একাউন্ট) এর মাধ্যমে প্রদান করতে হবে।
সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি -তে করোনা মহামারির কারনে বয়স শিথীল করা হয়েছে। গত ০১-০৩-২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।
যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির নিজস্ব e-recruitment ওয়েব পোর্টালের মাধ্যমে অথবা https://erecruitment.bb.org.bd এই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ২৮ মে ২০২১ রাত ১১:৫৯ টা পর্যন্ত। ওরিজিন্যাল সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য লিখুন