ফুটবল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় খেলা। আর বিশ্বকাপ ফুটবল হচ্ছে দ্যা গ্ৰেটেস্ট অন আর্থ। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর। বিশ্বের ফুটবল প্রেমী মানুষজন এ সময় আনন্দে মেতে ওঠে। বিশ্বকাপ নিয়ে মাতামাতি হবে এটা স্বাভাবিক । কিন্তু আমরা বাঙালিরা আরেক কাঠি সরেস। বিশ্বকাপ উন্মাদনা আমাদের এতটাই উত্তেজিত করে তোলে যে কোনটা উচিত আর কোনটা উচিত নয় এটা আমরা ভুলে যাই।
প্রিয় দল জয় লাভ করলে আমরা এতটাই আনন্দে আত্মহারা হয়ে যাই যে হুস থাকে না। আবার প্রিয় দল পরাজিত হওয়ার কারণে অনেকে হার্ট অ্যাটাক করে। কেউ কেউ তো কষ্টে আত্মহত্যা পর্যন্ত করে।
আমাদের দেশে অন্যান্য দলের তুলনায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল এই দলগুলোর সমর্থক বেশি। এদের মধ্যে আবার ফুটবল ঈশ্বর ম্যারাডোনা‘র আর্জেন্টিনা এবং কালো মানিক পেলের ব্রাজিল সমর্থক সবচেয়ে বেশি। মূল দ্বন্দ্বটা তৈরি হয় এই দুই দলকে কেন্দ্র করে। এদের সমর্থকেরা কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা থেকে শুরু করে সামনাসামনি কথার লড়াই চলতেই থাকে। চায়ের দোকানে কাপের পর কাপ চা শেষ হয় তবুও তাদের তর্ক- বিতর্ক শেষ হয় না। নিজ দেশের জনগণ এদের নিয়ে যতটা না মাতামাতি করে তার আমরা বাঙালিরা কয়েক গুণ বেশি মাতামাতি করি। এমনকি তা মারামারি, রক্তারক্তি পর্যন্ত গড়ায়। পছন্দের দলকে সমর্থন দিতে গিয়ে পিতা-পুত্র, স্বামী স্ত্রী, ভাই- ভাই তর্কে জড়িয়ে পড়ে। অনেক সময় একে অপরের মুখ দেখা বন্ধ করে দেয়। খেলা নিয়ে সৃষ্ট তর্ক থেকে অনেক সময় পাড়া- পাড়া বা গ্ৰাম- গ্ৰাম সংঘর্ষে লিপ্ত হয়।যা গত বিশ্বকাপের সময় আমরা দেখতে পেয়েছি।
কাতার বিশ্বকাপ ২০২২ এ আরজেন্টিনা সৌদি আরবের কাছে ২-১ গোলে হারার পর থেকে ব্রাজিল এর সমর্থকেরা আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে ট্রল করছে। বিভিন্ন জায়গায় তাদের পতাকা ছিঁড়ে ফেলেছে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর শিরোনাম –“জামালপুরে আর্জেন্টিনার পতাকা কেটে ফেলায় থানায় অভিযোগ।“
অন্য আরেকটি সংবাদপত্রের শিরোনাম –“আর্জেন্টিনা সমর্থক কিশোর কর্তৃক ব্রাজিল সমর্থক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ।“ আমাদের উচিত খেলাধুলা বিনোদনকে জীবনের চেয়ে বেশি প্রাধান্য না দেয়া এবং সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়া।
বাঙালিকে হুজুগে বাঙালি বলার যথার্থতা তাদের কর্মকাণ্ড দ্বারা প্রমাণিত হয়। দেশের প্রধানমন্ত্রী যেখানে সবাইকে সাশ্রয়ী হতে বলছেন। সেখানে আমরা বিভিন্ন দলকে সমর্থন করার নামে পতাকা,দেয়ালচিত্র অংকন করে অর্থ ও সম্পদের অপচয় করছি । আমাদের উচিত নিজের ও দেশের স্বার্থে মিতব্যয়ী হওয়া এবং অহেতুক তর্ক বিতর্ক না করে সময়টা ভালো কাজে ব্যয় করা।
হুজুগ হচ্ছে কোন বিষয় নিয়ে অহেতুক মাতামাতি করা। আর বাঙালিরা যেকোনো বিষয়ে অহেতুক মাতামাতি করে তাই তাদের হুজুগে বাঙালি বলা হয়।
পরিশেষে, বিশ্বকাপ নিয়ে অতিরিক্ত উন্মাদনা না করে অর্থ, সম্পদ ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করি।যা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে।
মন্তব্য লিখুন