করোনা সংক্রমণ রোধে করোনা ট্রেসার বিডি অ্যাপ

করোনা সংক্রমণ রোধে করোনা ট্রেসার বিডি অ্যাপ

“করোনা ট্রেসার বিডি” অ্যাপটি তৈরি করা হয়েছে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে। এটি তৈরিতে কাজ করেছে স্বাস্থ্য অধদিপ্তর, আইইডিসিআর, এটুআই, এসডিএমজিএ এবং সহজ। দেশের শীর্ষস্থানীয় টেক স্টার্টআপ সহজ লিমিটেড অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে অ্যাপটি তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করেছে।

অ্যাপটি দুজন ব্যবহারকারী কাছাকাছি থাকার সময় ব্যবহারকারীদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। যখনই দুইজন অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে। এই অ্যাপটি দ্বারা করোনা ঝুকি পরীক্ষা করতে করতে পারবে ব্যবহারকারী নিজেই। এই অ্যাপ থেকে আরো তথ্য পাওয়া যাবে কিভাবে করোনা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে করোনার আক্রান্তদের চিকিৎসা নেয়া যায়।

আরও পড়ুনঃডিজিটাল প্রযুক্তি আলোয় আলোকিত বাংলাদেশ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আইসিটি অবকাঠামো ব্যবহার করে সমস্যা ও সংকট মোকাবিলায় সরকার একের পর এক প্রযুক্তিভিত্তিক নানা সমাধান নিয়ে আসছে। “করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় এমননি একটি অ্যাপ, যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে” উদ্ভোধনী অনুষ্ঠানে বলেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে ‘করোনা ট্রেসার বিডি’ শীর্ষক অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

গুগল প্লে-স্টোর থেকে করোনা ট্রেসার বিডি অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা সরাসরি স্মার্টফোন থেকে (https://bit.ly/coronatracerbd) লিংকে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Exit mobile version