চলতি বছর এইচএসসি এবং সমমান পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। কোভিড-১৯ এর কারনে সারদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত মার্চ মাস থেকে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারনে পরীক্ষার সময়সূচী স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচী নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ অবস্থায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচী নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে। “সেপ্টেম্বর মাসে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে”, মর্মে গতকাল ১১ আগষ্ট দুপুরে খবর বেরিয়েছে, বিভিন্ন অনলাইন গণমাধ্যমে। কিন্তু দৈনিক শিক্ষা থেকে জানা যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।
দৈনিক শিক্ষার পক্ষ থেকে যোগাযোগ করা হয় কয়েকটি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে। তারা সাফ বলে দিয়েছেন, ওইসব ভুয়া খবর। চেয়ারম্যানদের কোন সভা হয়নি, সেপ্টেম্বরে পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। স্কুল-কলেজ খোলা এবং পরীক্ষা নেয়ার বিষয়সমূহ নিতান্তই সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।
শিক্ষামন্ত্রী স্বয়ং এসব বিষয়ে সাংবাদিকদের জানাবেন। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, “স্কুল-কলেজ খোলা বা পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেবেন”।
আরও পড়ুনঃ শিক্ষিত বেকার তৈরি করতে আর চায় না সরকার শিক্ষামন্ত্রী
পরীক্ষার বিষয়ে জানতে চাইলে, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন ১১ আগস্ট দুপুরে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘সেপ্টেম্বরে পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। যারা যা লিখছেন সবই মনগড়া।’
মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কামাল উদ্দিন দৈনিক শিক্ষাকে বলেন, ‘সেপ্টেম্বর মাসে আলিম পরীক্ষা হবে এমন কোনও লিখিত বা মৌখিক নির্দেশ এখনও পাইনি।’
শিক্ষা বোর্ডগুলো কতৃক তথ্য পাওয়া যায়, করোনা পরিস্থিতির ক্ষতি পুষিয়ে নিতে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সীমা সংক্ষিপ্ত করা হবে। দেড় মাসের জায়গায় এটি এক মাস অথবা ১৫ দিনের মধ্যে শেষ করা হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা যায়।