বাষ্পীভূত ভালবাসা -মোঃ আতিকুর রহমান

বাষ্পীভূত ভালবাসা

বাষ্পীভূত ভালবাসা

– মোঃ আতিকুর রহমান

 

অভিলাষী কল্পনায় বাষ্পীভূত ভালবাসা,

অন্তচোখ আজ আর খোজে নাহ ভাষা।

সূদুর প্রসারী মেঘে ঢেকে গেছে প্রান্তর,

বিন্দু আলোতে আজ প্রলুব্ধ অন্তর।

আজ ভালোবাসা নেই আর নীড়ে নিস্তব্ধ পাখির উচ্ছ্বাস কোলাহলে,

হারিয়ে গেছে হৃদয় কোনের গহীন অগোচরে।

স্বপ্নরা আর পায় না স্বপ্নিল ছোয়া,

কোন এক অদৃশ্য প্রাচীর ঘিরে রাখে মায়া।

আজ হৃদয় ছুয়ে যায় নাহ আর পূর্নতার আশা,

স্বপ্ন গুলো উদ্ভাসিত আর শূন্যতায় ঠাসা।

শূন্যতা আর পূর্ণতায় পরিপক্বতার নড়বড়ে সন্ধি,

কঠিন বাস্তবতায় জীবনপথও যে বন্ধি।

আজ ভালবাসা শুধু শোভা পায় প্রেমিক প্রেমিকার কথোপকথনে,

অন্য সম্পর্ক গুলো যেন ব্যর্থ ভালোবাসা সমার্পণে।

আজ ভালোবাসা যেন মিথ্যার ঝুড়ির বেড়াজাল,

কেন হয়ে ওঠে নাহ স্নিগ্ধ শুভ্রতুষার।

ভালবাসা হয়ে উঠুক ভালো লাগার গান,

সকল সম্পর্ক গুলো পাক যথাযথ প্রাণ।

সৃষ্টি আর ধ্বংসের মাঝে শুধু ভালোবাসাই সাঁকো

তাই ভালোবাসা দিয়েই জীবন ছবি আঁক।

সমাপ্ত

আরো পড়ুনঃ সত্যেন্দ্রনাথ বসু -গল্পে গল্পে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জীবন কল্প

Exit mobile version