“সময়ের সাথে সব বদলে যায়”
—— সাদিয়া আহম্মেদ তিশা
সময়ের সাথে সব বদলে যায়,
বদলে যায় এ জীবন।
কাছের মানুষগুলি দূরে চলে যায়,
অচেনা কেউ হয়ে ওঠে সবচেয়ে আপন।
সময়ের সাথে সব বদলে যায়,
বদলে যায় রুচিও।
লালের জায়গায় কালোই মানায়,
বদলে যাই আমিও।
সময়ের সাথে সব বদলে যায়,
গোপন কথা থাকেনা অজানা।
ছোট্ট মেয়েটিও বড় হয়ে যায়,
বদলে যায় তার ঠিকানা।
সময়ের সাথে সব বদলে যায়,
সোনার বালাও হাত বদলায়।
জীবিত মানুষ এখন স্মৃতির পাতায়,
মুখে হাসি ফুটিয়ে আগামীর জন্ম হয়।
সময়ের সাথে সব বদলে যায়,
বদলে যায় চার দেওয়াল।
হারানো পথিক পথ খুঁজে পায়,
বদলে যায় পুরানো খেয়াল।
সময়ের সাথে সব বদলে যায়,
বদলে যায় কিছু স্বপ্ন।
মনের অগোচরে কত কষ্ট হারিয়ে যায়,
শখের আয়নাটাও এখন ভগ্ন।
সময়ের সাথে সব বদলে যায়,
বদলে যায় গানের সুর।
উত্তরাধিকারী তার অধিকার ফিরে পায়,
মায়ের সন্তান আজ বহুদূর।
সময়ের সাথে সব বদলে যায়,
বদলে গেছে সেই মেঠোপথ।
উচু দালান আকাশ ছুয়ে দেয়,
নতুন নকশায় ছুটে চলছে কত রথ।
সময়ের সাথে সব বদলে যায়,
বদলে গেছে এই পৃথিবী।
মানুষ মানুষের রক্ত ঝরায়,
সবাই শুধু নিজেকে নিয়েই ভাবি।
সময়ের সাথে সব বদলে যায়
বদলে যায় সময়ও।
আরও পড়ুনঃ বাষ্পীভূত ভালবাসা -মোঃ আতিকুর রহমান