তিনি অপরাধ জগতের কোন সদস্য নন! বলছিলাম ‘আগাথা ক্রিস্টি’ এর কথা। এ বছরের সেপ্টেম্বরে অন্যতম সেরা এই ক্রাইম মার্ডার, মিস্ট্রি থ্রিলারের রচয়িতার ১৩০তম জন্মদিন।
১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন আগাথা ক্রিস্টি। বাড়িতে থেকেই বেশিরভাগ লেখাপড়া সম্পন্ন করেন। মাত্র ১০ বছর বয়সেই ‘The Cowslip’ নামের একটি কবিতা লিখে লেখালেখির সূচনা। পরবর্তীতে ১৮ বছর বয়সে ‘The House of Beauty’ নামক একটি ছোটগল্প লেখেন।
ছোটবেলা থেকেই লেখার প্রতি তার এই আকর্ষণ তাকে ভবিষ্যতের একজন খ্যাতনামা ও শক্তিশালী নারী লেখকে পরিণত করে। ১৯১৪ সালে বিয়ে করেন আর্চিবাল্ড ক্রিস্টিকে। কিন্তু ১৯২৮ সালে ডিভোর্স হয়ে গেলে পরবর্তীতে ১৯৩০ সালে দ্বিতীয়বারের মত বিয়ে করেন ম্যাক্স ম্যালোয়ানকে। তাই তাকে লেডি ম্যালোয়ানও বলা হয়।
তার লেখা প্রথম গোয়েন্দা উপন্যাস প্রকাশিত হয় ১৯২০ সালে। তবে ‘Snow Upon the Desert’ তার লেখা প্রথম উপন্যাস। তিনি কিন্তু খুব সহজেই সফলতা লাভ করেননি। ১৯২০ সালে প্রথম উপন্যাস প্রকাশের আগে বহুবার তিনি প্রত্যাখিত হয়েছিলেন।
শুরুর দিকে তার বেশকিছু কাজ সফলতার মুখ দেখেনি আগাথা ক্রিস্টি । অবশেষে ১৯১৬ সালে লেখেন প্রথম গোয়েন্দা উপন্যাস ‘The Mysterious Affair at Styles’ যা ১৯২০ সালে প্রকাশিত হয়। এই বইয়েই প্রথমবারের মত আবির্ভাব ঘটে তার সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা এরকুল পোয়ারোর। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি ক্রিস্টিকে। ৬৬টি উপন্যাস, ১৪টি ছোটগল্প এবং কিছু প্রবন্ধ লিখে ধীরে ধীরে মানুষের মনে স্থায়ী আসন লাভ করেন তিনি।
আরও পড়ুনঃ বারমুডা ট্রায়াঙ্গেল -পৃথিবীতে ব্যাখ্যাতীত ঘটনা ঘটে নাকি পুরোটাই মিথ
তার সৃষ্ট বিখ্যাত দুটি গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো এবং মিস মার্পেল। গোয়েন্দা চরিত্র হিসেবে এরকুল পোয়ারো সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়। মোট ৩৩টি উপন্যাস ও ৫০ এরও অধিক ছোটগল্পে পোয়ারোকে দেখা যায়।
নারী গোয়েন্দা চরিত্র হিসেবে মিস মার্পেল যথেষ্ট প্রশংসনীয়। The Mysterious Affair of Styles, Murder on the Orient Express, The A.B.C. Murders, And then there were none, The Murder of Roger Ackroyd, Death on the Nile, The Murder at the Vicarage, Partners in Crime, The Monogram Murders, Curtain, The Secret Adversary, After the Funeral তার উল্লেখযোগ্য কিছু বই।
এছাড়াও তার লেখা বেশকিছু প্রবন্ধ রয়েছে। Come, Tell Me How You Live, The Grand Tour: Around the World with the Queen of Mystery তার রচিত প্রবন্ধ। এছাড়াও রয়েছে আত্মজীবনী Agatha Christie: An Autobiography.
সবচেয়ে বেশি অনুবাদ করা বইয়ের লেখক হিসেবে পরিচিত আগাথা ক্রিস্টি । তিনি ‘Royal Society of Literature’ এর ফেলো নির্বাচিত হয়েছিলেন। ১৯৬১ সালে University of Exeter থেকে সাহিত্যে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ১৯৭১ সালে তিনি Dame Commander of the Order of the British Empire (DBE) উপাধিতে ভূষিত হন। ২০১৩ সালে Crime Writer’s Association তাকে সেরা ক্রাইম রাইটার নির্বাচিত করে। তার সেরা উপন্যাস বলা হয় The Murder of Roger Ackroyd কে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হিসেবে তার রচিত ‘And then there were none’ বইটিকে নির্বাচিত করা হয় ২০১৫ সালে। তার অর্জনের ঝুলিতে রয়েছে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডও। সবচেয়ে দীর্ঘ সময় ধরে মঞ্চে অভিনীত হচ্ছে তার রচিত ‘The Mousetrap’ যা ১৯৫২ তে শুরু হয়। এই মঞ্চ নাটকটি ২০২০ এর মার্চে বন্ধ হয়ে যায় করোনা পরিস্থিতির কারণে।
এছাড়াও আগাথা ক্রিস্টির বেশকিছু বইকে বিভিন্ন সময়ে বিভিন্ন চলচ্চিত্র ও নাটকে রূপান্তরিত করা হয়েছে। তার রচনাগুলো থেকে ৩০ টিরও অধিক ফিচার ফিল্ম তৈরি হয়েছে। ১৯৭৬ সালের ১২ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ৮৫ বছর বয়সে মারা যান বিখ্যাত এই নারী সাহিত্যিক।
সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা লেখকদের মাঝে আগাথা ক্রিস্টি অন্যতম। বিশ্বব্যাপী তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে রহস্য ও অপরাধ নিয়ে তার রচিত লেখাগুলো প্রশংসার দাবিদার। এক্ষেত্রে তার অসাধারণ প্রতিভার গুণেই সাহিত্য অঙ্গনে তিনি আজ ‘কুইন অব ক্রাইম’ নামে পরিচিত।
*১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।