মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) যা আপনার জীবন পাল্টে দেবে

মনিষীদের বিখ্যাত উক্তি (২১টি) আপনার জীবন পাল্টে দেবে

মনিষীদের বিখ্যাত উক্তি গুলো হতে পারে জীবনের মাইলফলক। আমরা সকলেই আমাদের জীবনের আদর্শ হিসেবে কাউকে না কাউকে অনুসরণ করি। তাদের জীবনদর্শন আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগের মাধ্যমে সাফল্য অর্জনের চেষ্টা করি।

তেমনই কিছু বিখ্যাত ব্যাক্তিদের অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে আমরা সাজিয়েছি আজকের আয়োজন।যেগুলো অনুসরনের মাধ্যমে আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারি।আমরা নিজেকে জানতে পারি আপন মহিমায়।জীবনঘনিষ্ঠ এমনই ২১ টি বিখ্যাত উক্তি পাল্টে দিতে পারে আপনার ব্যাক্তিজীবন।

১. “যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট” – আজিম প্রেমজি।

২.  “স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো,স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয়না” – এপিজে আবুল কালাম।

৩.  “নেকড়ের পালের সাথে বসবাস করো,তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে” – ড্যানিশ প্রবাদ।

৪. “মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি।তাকে হয়তো ধংস করা যায়,কিন্ত হারানো যায় না” – আর্নেস্ট হেমিংওয়ে।

৫.  “আমরা ভেতর থেকে যেভাবে বদলাই,সে অনুযায়ীই আমাদের বাহিরের বাস্তবতা বদলে যায়” – প্লুতার্ক(বিখ্যাত অভিনেতা)

৬.  “আলো ছড়ানোর দুটি উপায় আছে। এক-নিজে মোমবাতি হয়ে জ্বলো,দুই-আয়নার মতো আলোকে প্রতিফলিত করো”-এডিথ ওয়ারটন।

৭.  “সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে,তবে নতুন একটি দরকা বানাও” –  মিল্টন বার্লে।

৮.  “অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ,আর অতীতকে ভুলে গেলে তোমার দুচোখই অন্ধ” – রাশিয়ান প্রবাদ।

আরও পড়ুনঃ বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গের ৭০টি শিক্ষনীয় বিখ্যাত উক্তি বা বানী

৯.  “তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত।যে মুহূর্তে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজে মনোযোগ দেবে,সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবেনা, বাস্তবে রুপ নিতে শুরু করবে” -জর্ডান বেলফোর্ট

১০.  “খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট” -জার্মান প্রবাদ

১১.  “আগুনকে যে ভয় পায়,সে আগুনকে ব্যাবহার করতে পারেনা” – রবীন্দ্রনাথ ঠাকুর

১২. “সফল মানুষ হওয়ার চেষ্টা না করে,মূল্যবান মানুষ হয়ে উঠুন” – আলবার্ট আইন্সটাইন

১৩.  “একজন নেতিবাচক মানষিকতাসম্পন্ন ব্যাক্তি প্রত্যেক সুযোগের মধ্যে প্রতিবন্ধকতা দেখতে পায়,আর একজন ইতিবাচক মানুষ প্রতিটি বিপত্তির মধ্যে সুযোগ এর সন্ধান খুজে নেয়” – উইনস্টন চার্চিল।

১৪.  “সবাই পৃথিবীকে বাচানোর জন্য কাজ করতে চায়,কিন্ত কেউ তার মা’কে রান্নার কাজে সহযোগিতা করতে চায় না” – পি.জে ওরোর্কে।

১৫.  “তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেনা,কিন্ত অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে”  – এপিজে আবুল কালাম

১৬.  “সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো, তুমি কিছুই জানোনা- এটা জানা” –  সক্রেটিস

১৭.  “যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো, লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা”-  সান-জু

১৮.  “পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে, নিজের রোজগারে পোড়া রুটি খাওয়া শ্রেয়” – নেলসন মেন্ডেলা

১৯.  “যদি কোন লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়,তবুও লক্ষ্য বদল করোনা; তার বদলে কৌশল বদলে ফেলো”  – কনফুসিয়াস

২০.  “একজন বন্ধুর সাথে অন্ধকারে হাটার চেয়ে,লাইটের আলোতে একা হাটা অনেক ভালো” –  হেলেন কেলার

২১  “আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন,তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন,তা বিক্রি করতে হবে” – ওয়ারেন বাফেট

Exit mobile version