তানজিন তিশা- এই সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী

তানজিন তিশা

তানজিন তিশা একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী সেই সাথে মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি ১৯৯৩ সালের ২৩ মে ঢাকার সিদ্বেশরীতে জন্মগ্রহন করেন। ইউ-টার্ন নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়ের সূচনা হয়, এই নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।

আরও পড়ুনঃ নিধি আগারওয়াল একজন ইন্ডিয়ান চলচ্চিত্র অভিনেত্রী

তিশার কর্মজীবন শুরু হয় র‌্যাম্প মডেলিং ও ফ্যাশন শুট এর মাধ্যমে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহনে করার মাধ্যমে তানজিন তিশা প্রথম মডেলিং শুরু করেন। তার ক্যারিযারের জন্য এটি তার টার্নিং পয়েন্ট ছিল। ২০১২ সালে ইউটিউবে প্রচারিত চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর তিনি ইমরান এর গাওয়া গান “বলতে বলতে চলতে চলতে” গানটির ভিডিওতে অভিনয় করে ইউটিউবে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

তানজিন তিশা অভিনিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো-

ইউ-টার্ন, ইউ অ্যান্ড মি, ডুডল অব লাভ, শিশির বিন্দু টু, ডুডল অব লাভ, আপন কথা, সোনালী রোদ্দুর,কাঠ গোলাপের বসন্ত,অমীমাংসিত সত্য,মেঘ পাখি একা, এই শহরে মেয়েরা একা,কোরবান আলীর কোরবানী, অচেনা বন্ধু, গ্রীন কার্ড,চকোলেট বয়,সাধু ইত্যাদি।

তানিজিন তিশা এর ছোট বেলা থেকে নাচের প্রতি খুব আগ্রহ ছিল এমনকি তিনি বাংলাদেশ ললিতকলা একাডেমি এবং হিন্দোল একাডেমি থেকে টানা চার বছর নাচের প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু লেখাপড়ার জন্য তার পরিবার তা বন্ধ করে দেয়। তিনি এইচ.এস.সি সম্পন্ন করেছেন সিদ্বেশরী গার্লস হাই স্কুল ও কলেজ থেকে। তিনি ছোট বেলা থেকে ডাক্তার হতে চেয়েছিলেন।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Exit mobile version