“ক্যাপ্টেন জ্যাক স্প্যারো” বা “মি. স্ট্রেঞ্চ” এই দুটি নাম রূপালি পর্দার ভক্তদের কাছে অতিব পরিচিত এবং জনপ্রিয় । জনি ডেপ -কে তার ভক্তরা মুলত ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ নামে চিনতেই বেশি অভ্যস্ত ।
পাইরেইটস অব দ্য ক্যারাবিয়ান চলচ্চিত্রের চরিত্র স্প্যারো অথবা চার্লি এন্ড দ্য চকলেট ফ্যাক্টরি চলচ্চিত্রের উইলি ওয়াঙ্গাই হল সেই জনি ডেপ যিনি একাধারে একজন অভিনেতা , সুরকার এবং প্রযোজক ।
জনি ডেপ এর ছোটবেলা
বর্তমান সময়ের এই প্রতিভাধর অভিনেতা ১৯৬৩ সালের ৯ জুন আমেরিকার ওয়েন্সবোরো, কেনটাকিতে জন্মগ্রহন করেন । জন ক্রিস্টোফার ডেপ এবং স্যু পালমারের চতুর্থ সন্তান জনি ডেপ।
তিনি ছোটবেলা কাটিয়েছেন বিভিন্ন শহরে । তবে ৭ বছর বয়স থেকে সে এবং তার পরিবার স্থায়ীভাবে জীবন কাটানো শুরু করে মিরামার , ফ্লোরিডাতে । ছোটবেলা থেকেই তার গান বাজনার উপর প্রবল আকর্ষন ছিল,রকস্টার হওয়ার স্বপ্ন নিয়েই বেড়ে উঠছিলেন জনি ।
যখন তার বয়স মাত্র ১২ তখন তার মা তাকে একটি গিটার উপহার দিয়েছিলেন তারপর সেই গিটারই ছিল তার গান বাজনা নিয়ে সারাদিন মেতে থাকার সঙ্গী । তার কৈশর সময় খুব একটা ভাল কাটেনি ।
সারাক্ষন বাবা মায়ের জগড়া , কথাকাটির মধ্যে দিয়ে বেড়ে উঠতে উঠতে এক পর্যায়ে জনি ডেপ ধুমপান ও ড্রাগস নেয়া শুরু করেন । নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে বা গ্যারেজে তালা ঝুলিয়ে দিয়ে সেখানেই বিভিন্ন ড্রাগস নিতেন আর নিজের গিটার নিয়ে গান বাজনা করতেন ।
এরপর সে নিজের উপর অত্যাচার শুরু করেন নানাভাবে, মোটকথা তিনি তখন আত্মঘাতী কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছিলেন । যখন জনি ডেপের বয়স
মাত্র ১৫ তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে ।
সংগীত ও অভিনয় জগত
সংগীতের সাথে তার প্রথম পরিচয় বিভিন্ন গ্যারেজ ব্যান্ডের সাথে গিটার বাজানো থেকে । সংগীত প্রেমী এই তারকা ১৬ বছর বয়সে স্কুল ত্যাগ করেন এবং দ্য কিডস নামের একটি ব্যান্ডে যোগদান করেন । এরপর ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই ব্যান্ডটি ।
২০ বছর বয়সে জনি ডেপ লরি অ্যালিসন নামের একজন মেকাপ আর্টিস্টকে বিয়ে করেন । জনির অভিনয় জগতের প্রবেশের অনুপ্রেরনা জোগায় লরি অ্যালিসনের প্রাক্তন প্রেমিক নিকোলাস কেইজ ।হলিউড এজেন্টের সাথে জনির প্রথম পরিচয় হয় কেইজের মাধ্যমেই ।
আরো পড়ুনঃ বলিউড ও হলিউডের জনপ্রিয় ৫টি শিক্ষণীয় মুভি
এরপরে তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন । ১৯৮৪ সালে ‘নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ সিনেমায় তিনি প্রথমবারের মত প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান । জনি ডেপ সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ‘২১ জাম্প স্ট্রিট’নামের একটি টেলিভিশন ড্রামার মাধ্যমে ।
তারপর থেকেই তার অভিনয় জগতের অভিজ্ঞতা আরও সম্প্রসারিত হয় এবং তার জনপ্রিয়তা হয় আকাশচুম্বী ।জনি ডেপ হলিউডের সবচেয়ে দামী অভিনেতাদের একজন । তার অভিনীত চলচ্চিত্র সারা পৃথিবী থেকে প্রায় ৭.৬ বিলিয়ন ডলার আয় করেছে ।
জনি ডেপ এর উল্লেখযোগ্য পুরষ্কার সমূহ
সবচেয়ে দামী অভিনেতা হিসেবে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’–এ অন্তর্ভুক্ত করা হয় জনি ডেপের নাম (২০১২ সালে )। হলিউড ফরেইন প্রেস এসোসিয়েশন কতৃক সেরা মিউজিসিয়ান এবং হাস্যরসাত্মক অভিনেতা হিসেবে জনি ডেপ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পান ।
পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান চলচ্চিত্রের জন্য তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরষ্কার প্রাপ্ত হন । ২০০৩ এবং ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিন জনি ডেপকে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন জীবন্ত পুরুষ হিসেবে নির্বাচিত করে ।
কিন্তু দুঃখের বিষয় এই যে, তিনবার মনোনয়ন পেয়েও অস্কার জিততে পারেননি ।
জনি ডেপ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র সমুহ
- পাইরেটস অফ দ্যা ক্যারাবিয়ান –( কার্স অফ দ্যা ব্লাক পার্ল ) , (ডেড ম্যানস চেস্ট ), ( অন স্টেইঞ্জার টাইডস ), ( ডেড ম্যান টেক্ল নো টেইলস ) ।
- দ্যা নাইন্থ গেইট ।
- সুইনি টড দ্যা ডেমন বারবার অফ ফ্লিট স্ট্রিট ।
- দ্যা লোন রেঞ্জার ।
- এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট ।
- চার্লি এন্ড দ্যা চকলেট ফ্যাক্টরি ।
- স্লিপি হলো ।
- ডার্ক স্যাডো ।
- ব্লাক মাস ।
- সিক্রেট উইনডো ।
- অ্যলিস ইন ওন্ডারল্যান্ড ।