নিধি আগারওয়াল (Niddhi Agerwal) একজন ইন্ডিয়ান চলচ্চিত্র অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। তিনি ১৭ আগস্ট ১৯৯৩ সনে হায়দ্রাবাদ, ভারতে জন্মগ্রহন করেন। ২০১৭ সালে তিনি চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন মুন্না মাইকেল চলচ্চিত্রের মাধ্যমে। নিধি মুন্না মাইকেল চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবীন অভিনেত্রীর পুরষ্কার পান।
শিক্ষা ও পারিবারিক জীবনঃ
নিধি আগারওয়াল হায়দ্রাবাদের এক হিন্দিভাষী মারোয়াড়ি পরিবারে জন্মগ্রহণ করেন। রাজেশ আগারওয়াল ও ইন্দু আগারওয়াল আমান তার পিতা-মাতা। তিনি বেঙ্গালুরুতে বেড়ে উঠেছেন নিধি। হিন্দির পাশাপাশি তেলেগু, তামিল ও কন্নড় ভাষায় কথা বলতে পারেন তিনি । তিনি বিদ্যাশিল্প একাডেমি ও বিদ্যানিকেতন বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। বেঙ্গালুরুর ক্রাইস্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। নিধি ব্যালে, কত্থক ও বেলি ড্যান্সের ওপরে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ২০১৪ সালে মিস ডিভা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
আরো পড়ুনঃ দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল এর জীবনী
কর্মজীবনঃ
তিনি সাব্বির খান পরিচালিত মুন্না মাইকেল চলচ্চিত্রে টাইগার শ্রফের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন ২০১৬ সালে । কিন্তু চলচ্চিত্রটি চুক্তিবদ্ধ হওয়ার একটি শর্ত ছিল। সেটি হলো অভিনয়ের সময় তিনি চলচ্চিত্রটি নির্মাণ শেষ হবার পূর্ব পর্যন্ত চলচ্চিত্রটির কোনো শিল্পী কিংবা কলাকুশলীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে প্রেম কিংবা বিয়েতে জড়াতে পারবেন না। ২০১৮ সালে নিধি আগারওয়াল এর অভিনীত তেলুগু চলচ্চিত্র সব্যসাচী মুক্তি পায়। ২০১৯ সালে তার অভিনীত তেলুগু চলচ্চিত্র মি. মজনু ইসমার্ট শঙ্কর মুক্তি পায়। এছাড়াও ২০২০ সালে তার অভিনীত দুইটি চলচ্চিত্র একটি তামিল ভুমি ও অন্যটি তেলেগু অশোক গালা মু্ক্তির অপেক্ষায় রয়েছে।
পুরুষ্কারঃ
নিধি আগারওয়াল ২০১৮ সালে শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী ক্যাটাগরিতে জি সিনে অ্যাওয়ার্ডস পান মুন্না মাইকেল মুভির জন্য । এছাড়াও সব্যসাচী ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী ক্যাটাগরিতে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস (শিমা অ্যাওয়ার্ডস) এ মনোনীত হন।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ছবিঃ গুগল