মোবাইল ফোনে কার্টুন ভিডিও বানিয়ে আয় করুন

মোবাইল ফোনে কার্টুন ভিডিও তৈরি আয় করুন

বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম হলো কার্টুন। সেটি বড়দের জন্য কিংবা ছোটদের জন্য। ছোট থেকে বড় সবাই নিজেদের অবসর সময় এখানেই কাটান। আজকাল ইউটিউব, ফেসবুকে অনেক বেকার যুবক যুবতীরা কার্টুন ভিডিও বানিয়ে আয় করছেন। দূর করছেন নিজেদের বেকারত্ব। এতে অন্যকে বিনোদন দেওয়ার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে নিজেদের সৃজনশীলতা।

কেন কার্টুন ভিডিও বানাবেন?

কার্টুন এমন একটি জিনিস যার চাহিদা কখনো শেষ হয় না। ছোট থেকে বড় সবাই কার্টুন পছন্দ করেন। ছোটরা পছন্দ করে তাদের যেসব বিষয় আনন্দ দেয় সেগুলো, আর বড়রা পছন্দ করে তাদের যেসব বিষয় বিনোদন দেয় সেগুলো।

কার্টুন বানিয়ে আয় করা কি সম্ভব?

হ্যাঁ, কার্টুন বানিয়ে আয় করা সম্ভব। ইউটিউবের জনপ্রিয় একটি চ্যানেল ” শামীমা শ্রাবণী ” আমাদের সবারই কম বেশি পরিচিত। আমরা সবাই জানি শ্রাবণীর সফলতার গল্প। জানি কিভাবে সে পৌঁছাতে পেরেছে এই পর্যায়ে। ঠিক তেমনই আরও অনেক ইউটিউবার আছেন যারা শ্রাবণীর মতোই কার্টুন বানিয়ে আয় করছেন। নিজেদের মতো করে সাজাচ্ছেন নিজেদের জগৎ।

কম্পিউটার ছাড়া কিভাবে বানাবেন কার্টুন ভিডিও?

কম্পিউটার ছাড়া এখন নিজের হাতে থাকা এন্ড্রয়েড ফোন থেকেই পারেন বানাতে কার্টুন ভিডিও। আজকাল ফোনে কি না হয়? সব কিছুই আমরা ফোনে করতে পারি। তাহলে কার্টুন বানাতে কেন কম্পিউটারই লাগবে? যত দিন যাচ্ছে আমাদের টেকনোলজি আরও উন্নত হচ্ছে। নতুন নতুন অ্যাপ স্টোর হচ্ছে। প্লে স্টোরে আসছে অনেক অ্যাপ। সেই সকল অ্যাপের মাঝে রয়েছে এমন অসংখ্য অ্যাপ যা দিয়ে আমরা খুব সহজে কার্টুন ভিডিও বানাতে পারবো নিজেদের ফোনেই।

কি কি অ্যাপ ব্যবহার করে কার্টুন বানানো সম্ভব?

কার্টুন বানানোর অসংখ্য অ্যাপ রয়েছে। 2D 3D অ্যানিমেশন বানানোর জন্য এমন কিছু অ্যাপের সাথে আজ আপনাদের পরিচয় করাবো যা দিয়ে আপনারা খুব সহজে কার্টুন বানিয়ে আয় করতে পারবেন।

Plotagon Story

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য অসাধারন ফিচার সমৃদ্ধ একটি অ্যাপ হলো Plotagon Story.

যার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ধরনের মানসম্মত কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন।

এই অ্যাপকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার যদি কার্টুন তৈরি সম্পর্কে কোনো পূর্ব ধারণা বা প্রশিক্ষণ নাও থাকে তখনও আপনি খুবই সহজে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন।

চলুন জেনে নেই কার্টুন ভিডিও তৈরি করার জন্য এই অ্যাপে কি কি ফিচার রয়েছে।

Plotagon Story নামক কার্টুন ভিডিও তৈরি করার অ্যাপটিতে আপনি অনেক রকমের ফিচার দেখতে পাবেন। যেমন-

এই ফিচার গুলো ছাড়াও আপনি আরও অনেক ধরনের আপডেট ফিচার দেখতে পাবেন। যেগুলো আপনার মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে বেশ সহায়তা করবে।

এই অ্যাপের দুটো ভার্সন আছে। বর্তমানে আপনি ফ্রী ভার্সন ব্যবহার করবেন। যা সচরাচর সবাই করে থাকে। কিন্তু সেক্ষেত্রে একটি অসুবিধা হলো আপনি সব ফিচার ব্যবহার করতে পারবেন না।

আপনি যদি পেইড ভার্সনটি ব্যবহার করেন সেক্ষেত্রে সকল ফিচার আপনি ব্যবহার করতে পারবেন।

সবাই টাকা দিয়ে এই অ্যাপটি ব্যবহার করতে পারে না। সেক্ষেত্রে আপনি গুগল থেকে Plotagon Story এর Mod ভার্সনটি ডাউনলোড করে একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

FlipaClip

যদি আপনি একেবারে প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে চান। তাহলে এই অ্যাপটি আপনার জন্য।

অ্যাপটির নাম হলো Flipa Clip. যার মাধ্যমে আজকের দিনে অনেকেই মোবাইল দিয়ে বেশ মানসম্মত কার্টুন ভিডিও তৈরি করে আসছে।

শামীমা শ্রাবণী -কে চিনিনা এমন কেউনি নেই আমরা। আপনিও যদি শামিমা শ্রাবণীর মতো কার্টুন ভিডিও বানাতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

আপনি প্রথমে পরিচিত Plotagon Story অ্যাপে যা যা ফিচার গুলো সম্পর্কে জানতে পেরেছেন, তার প্রায় বেশির ভাগ ফিচার দেখতে পাবেন এই FlipaClip নামক অ্যাপের মধ্যে। যে ফিচার গুলো কার্টুন ভিডিও তৈরি করার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়।

তবে আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করেন। তাহলে কিন্তুু কাজ করার ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা ভোগ করতে পারবেন। যেমনঃ

১। এই অ্যাপটির মধ্যে আপনি পুরো একটি অ্যানিমেশন ভিডিও কে Frame By Frame নিয়ে কাজ করতে পারবেন। অর্থ্যাৎ আপনি কখন কোন সিন কে অ্যানিমেশনকরতে চান, আপনার ভিডিওতে দেখাতে চান ৷ তা ফ্রেম আকারে অ্যানিমেটেড করে নিতে পারবেন।

২। এখানে আপনি Text যুক্ত করতে পারবেন ৷ অথবা আপনি চাইলে Draw নামক অপশনটি ব্যবহার করে নিজের ইচ্ছামতো ছবি এঁকে অ্যানিমেশন করে নিতে পারবেন।

৩। আপনার কার্টুন ভিডিও এর জন্য Audio Library সহ Audio Record নামক আরও একটি অপশন দেখতে পারবেন। যা একটি কার্টুন ভিডিও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আপনি যদি মানসম্মত একটি সুন্দর কার্টুন ভিডিও বানাতে চান তাহলে আমি বলবো আপনি এই অ্যাপটি ব্যবহার করুন। এতে শুধু যে নিজের মতো করে ভিডিও বানাতে পারবেন তা নয়, আপনি অনেক মুভির সিন, ড্রামার সিনকে সেখানে 2D অ্যানিমেশন করে নিজের একটা আলাদা পরিচয় দাঁড় করাতে পারবেন।

Animate It

আপনার কাজকে সহজ করতে আরও একটি চমৎকার অ্যাপের নাম হলো Animate It. যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আপনি মানসম্মত কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন।

যদি আপনি Animate It অ্যাপটি ব্যবহার করে কার্টুন তৈরি করেন। তাহলে আপনি এমন অনেক ফিচার পাবেন যেগুলো ব্যবহার করে অনেক সুন্দর কার্টুন ভিডিও বানাতে পারবেন। যেমনঃ

তবে এই অ্যাপে এমন অনেক টুলস আছে যেগুলো শুরুর দিকে আপনার বুঝতে অসুবিধা হবে। কিন্তু কিছুদিন কাজ করার পর যখন আপনার আয়ত্তে এসে যাবে তখন আর আপনার কাছে অসুবিধা হবে না।

Toontastic

আজকের সর্বশেষ অ্যাপের নাম হলো Toontastic. যে অ্যাপটি ব্যবহার করলে আপনার মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার স্বপ্ন সম্পূর্ণ রূপে পূরন হয়ে যাবে।

কেননা, এতক্ষণ যতগুলো অ্যাপস নিয়ে কথা বলেছি তার মধ্যে সব চাইতে সহজ হলো Toontastic.

তবে এই অ্যাপটিতে আপনি সব গুলো ফিচার ডিফল্ট হিসেবে পাবেন। যেগুলো তে আপনি টুকিটাকি কয়েক টা ক্লিক করার মাধ্যমে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করে নিতে পারবেন।

Draw Cartoon 2

কোনো ধরণের কোডিং এবং টেকনিক্যাল নলেজ ছাড়া তৈরি করতে পারবেন একটি কার্টুন স্টোরি। Draw Cartoon 2 ব্যবহার করে আপনি খুব সহজে ছোট ছোট কার্টুন ক্লিপ তৈরি করতে পারবেন। একটি কার্টুন ভিডিও তৈরি করার থেকে শুরু করে সেটিকে পাবলিশ করা বা শেয়ার করা সব কিছু খুবই সহজে করতে পারবেন।

Draw cartoon 2 এর কিছু ফিচার রয়েছে। তা হলো:-

১. সহজে এবং সঠিক ভাবে ভিডিও তৈরির জন্য রয়েছে “keyframes”.

২. বিভিন্ন ক্যারেক্টার এবং আইটেম ব্যবহারের জন্য রয়েছে embedded library.

৩. নিজের বানানো কার্টুন ভিডিওতে ভয়েস এবং মিউজিক যোগ করতে পারবেন।

৪. ভিডিও ফাইল গুলো mp4 format এ সেইভ বা শেয়ার করতে পারবেন।

Animate free

মোবাইলে কার্টুন ভিডিও বানানোর সেরা আরেকটি অ্যাপ বলা যায় এই অ্যাপকে। প্রফেশনাল অ্যানিমেটর, স্টুডেন্ট এবং অনেক গেম ডেভেলপারদের জন্য এই অ্যাপটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে ম

যদি আপনার সন্তান নিজে একটি মজাদার কার্টুন তৈরি করতে চায়, তাহলে আপনি তাকে এই অ্যাপটি সাজেস্ট করতে পারেন। এই অ্যাপটির মাধ্যমে সহজেই তৈরি করতে পারবে সে একটি মজাদার কার্টুন ভিডিও।

এই অ্যাপটির কিছু ফিচার হলো:-

অ্যানিমেশন ফ্রেম গুলো create ও edit করতে পারবেন।

নিজের কার্টুন ক্যারেক্টারের জন্য skins select করতে পারবেন।

প্রপ্স সিলেকশন এর options থাকছে।

TweenCraft

ছবি আঁকা বা অ্যানিমেশন তৈরি করা শেখার কোনো প্রয়োজনই নেই যদি আপনার কাছে থাকে TweenCraft অ্যাপটি।

একটা সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে আপনাকে কোনো ঝামেলায় জড়াতে হবে না। আপনি সোজা কার্টুন ক্যারেক্টার সিলেক্ট করুন এবং সাথে ভয়েস বা ডায়লগ রেকর্ড করুন। ব্যস, তৈরি হয়ে যাবে আপনার কার্টুন ভিডি।

কার্টুন ক্যারেক্টারটিকে অ্যানিমেট করানোর জন্য, “finger touch” ব্যবহার করতে হবে।

এটা হলো অনেক আধুনিক ও শক্তিশালী 2D Animation cartoon maker app যেখানে শর্ট কার্টুন মুভি বানানো অসম্ভব কিছু নয়।

অ্যাপটির কিছু ফিচার হলো:-

১. User experience অনেক ভালো ও সুবিধাজনক।

২. Animated comic video series তৈরি করতে পারবেন।

৩. Pre-loaded cartoon characters দেওয়া রয়েছে।

তাছাড়াও Change character expression, zoom pan, change speed রয়েছে।

এই অ্যাপটিতে তৈরি করা সকল ভিডিও আপনি চাইলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারবে।

কার্টুন বানিয়ে কিভাবে আয় করবেন?

আপনার তৈরি করা কার্টুন ভিডিও আপনি আপলোড করবেন ইউটিউবে, ফেসবুকে। সেখানে লক্ষ লক্ষ দর্শক অপেক্ষা করছেন আপনার ভিডিওটি দেখার জন্য। আপনি যদি মানসম্মত কার্টুন ভিডিও বানাতে সক্ষম হোন, তবে তা আপনি প্রচার করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুকে।

সেই কার্টুন ভিডিও গুলো যখন সবাই দেখতে শুরু করবে তখন আপনার ভিডিওতে আসবে প্রচুর ভিউ। সেই ভিউ থেকেই আপনি আয় করবেন। যত ভিউ হবে তত আয় হবে আপনার।

জনপ্রিয় কার্টুন ক্যারেক্টর গুলোর কপি দিয়ে কি নিজস্ব কার্টুন ভিডিও বানানো সম্ভব?

জ্বি, জনপ্রিয় কার্টুন ক্যারেক্টর গুলো আপনি কপি করতে পারবেন। তবে সব চেয়ে ভালো হয় নিজস্ব ক্যারেক্টর তৈরি করা। এতে সেই ক্যারেক্টরের উপর আপনি কপিরাইট থাকবে। সেই ক্যারেক্টর আপনার নিজের তৈরি করা হবে। সবাই সেই ক্যারেক্টরের মাধ্যমে আপনাকে চিনবে।

মোবাইলে কার্টুন বানিয়ে কি ক্যারিয়ার গড়া যায়?

একথা অনেকেই বলেন যে, মোবাইলে কার্টুন বানিয়ে কি হবে। শুধু শুধু সময় নষ্ট। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি মোবাইলের মাধ্যমে সঠিক ভাবে কার্টুন তৈরি করতে পারেন তাহলে আপনার কম্পিউটার প্রয়োজন নেই।

এই মোবাইল ফোন দিয়েই আপনি কার্টুন জগতে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। এমন অনেকেই আছেন যারা সামর্থ্য না থাকায় দামী ল্যাপটপ কম্পিউটার কিনতে পারছেন না। তারা কিন্তু মোবাইল দিয়েই কার্টুন বানিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ঠিক তেমনই আপনিও পারবেন মোবাইলে কার্টুন বানিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে। আলাদা এক পরিচয় তৈরি করতে।

শেষ কথা

মনোরঞ্জন করতে গিয়ে যদি হয় কিছু ইনকাম তবে মন্দ কি? নিজের জন্য নিজের শখের বসে তো আমরা অনেকেই কার্টুন বানিয়ে থাকি। এবার না হয় সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু আয় করা যাক। যাদের ধারণা কম্পিউটার ছাড়া কিছুই হয় না তাদের এবার ভুল প্রমাণ করে নিজের ফোনেই তৈরি করুন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও। আর আয় করুন লক্ষ লক্ষ টাকা।

উপরোক্ত সকল অ্যাপ থেকেই আপনি কার্টুন বানিয়ে নিতে পারবেন। কিন্তু তার মধ্যে কিছু সহজ ও কিছু কঠিন অ্যাপ রয়েছে। তবে যদি সেগুলোতে কাজ করার আগে টিউটোরিয়াল দেখে স্টেপ বাই স্টেপ শুরু করেন তাহলে কোনো কাজই কঠিন নয়। আমি তো বলবো সহজ অ্যাপ গুলোরও টিউটোরিয়াল দেখে স্টেপ বাই স্টেপ কাজ করা উচিত। এতে করে আপনার কাজ করা আরও সহজ হয়ে উঠবে।

Exit mobile version