তরুণ প্রজন্মের নিকট মাইক্রো ফ্রিল্যান্সিং অর্থ উপার্জনের মাধ্যম গুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় । আমরা সকলেই মানসিক চাপমুক্ত কাজ করতে চাই। মানসিক চাপমুক্ত কাজের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং হলো সর্বোত্তম পন্থা। আপনি যদি আর্টিকেল রাইটিং বা ব্লগিং -এ অভ্যস্ত থাকেন এবং অনলাইনে অর্থ উপার্জনের চেস্টা করছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ঘরে বসে মাইক্রো জব বা ছোট ছোট কাজ করে অনলাইনে অর্থ উপার্জনের সুন্দর আইডিয়া পাবেন এই আর্টিকেলটির মাধ্যমে।
মাইক্রো ফ্রিল্যান্সিং জব:
অনলাইনে ইনকামের অন্যতম সহজ উপায় হয়ে উঠেছে মাইক্রো ফ্রিল্যান্সিং জব। আপনি চাইলে ঘরে বসে অনলাইনে মাইক্রো ফ্রিল্যান্সিং জব গুলো করার মাধ্যমে অর্থ উপার্জন উপভোগ করতে পারেন।
মাইক্রো জবগুলি, শিক্ষার্থী থেকে শুরু করে সকল পেশার মানুষের জন্য অনলাইনে পার্টটাইম কাজ করে অর্থ উপার্জন এর সহজ উপায়। যেখানে কোন টাকা ইনভেস্ট ছাড়াই অনলাইনে মাইক্রো জব বা ছোট ছোট কাজ করে আয় করা সুযোগ রয়েছে। এগুলি সম্পূর্ণ স্বাধীন জব যা করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না।
স্মার্টফোন ব্যবহারকারী সকলেই এগুলোর সাথে কমবেশি পরিচিত। মাত্র ৩০মিনিট থেকে ১ ঘন্টা সময় বিনিয়োগ করেই প্রতিদিন ১৫ থেকে ২০টি কাজ সম্পূর্ণ করা সম্ভব। মাইক্রো ফ্রিল্যান্সিং জব ওয়েবসাইট গুলোতে প্রতিদিন প্রচুর পরিমানে মাইক্রো টাস্ক পাওয়া যায়। যে সকল ধরনের কাজ বেশি পাওয়া যায় নিচে তার উদাহরণ দেয়া হলোঃ
মাইক্রো ফ্রিল্যান্সিং জব টাইপ:
- আর্টিকেল রাইটিং
- ফাইল ডাউনলোড
- অ্যাপস ডাউনলোড ও ইনস্টল
- অনলাইনে জরিপে অংশগ্রহন করা
- পেইজে লাইক কমেন্ট করা
- চ্যানেল বা ওয়েবসাইট সাবস্ক্রাইব করা
- পোস্ট বা আর্টিকেলে কমেন্ট করা
- সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট “কি-ওয়ার্ড” লিখে সার্চ করা
- সোশ্যাল মিডিয়া গ্রুপে মেম্বার জয়েন করানো
- যেকোন কিছুর রিভিউ লেখা
- ইন্টারনেটে কোন কিছু সার্চ করা
- কোন ওয়েবসাইট ভিজিট করা
- সাবস্ক্রাইব করা
- অনলাইনে যেকোন ফরম পূরন করা
- কোন কিছু শেয়ার করা
- ইমেইলে নিউজ লেটার পাঠানো
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- ডাটা কালেকশন
- ডাটা এন্ট্রি
- প্রোডাক্ট লিস্টিং
- প্রোডাক্ট ডিসক্রিপশন
- ইমেইজ ডিসক্রিপশন
- মডিফাই ও প্রুফিং ইত্যাদি ইত্যাদি।
মাইক্রো ফ্রিল্যান্সিং এর সুবিধা:
মাইক্রো ফ্রিল্যান্সিং জব ওয়েবসাইটগুলো থেকে অনলাইনে অর্থ উপার্জনের জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। সবচেয়ে বড় সুবিধা হলো এই ওয়েবসাইটগুলোতে কাজ পাওয়ার জন্য বিড করতে হয় না সুতরাং বায়ারের রেসপন্সের জন্য ওয়েট করতেও হয় না। কাজ পাওয়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে। স্মার্টফোন ও ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারনা থাকলে এখান থেকে যে কেউ অর্থ উপার্জন করতে পারবে। এই ওয়েবসাইটগুলোর সুবিধা সমূহ জেনে নেয়া যাক-
- সাধারনত মাইক্রো জবগুলো স্বল্প স্কিল সম্পন্ন
- কাজগুলো সম্পন্ন করতে খুব কম সময় লাগে
- কাজ পাওয়ার জন্য বিড করতে হয় না
- বায়ার রেসপন্সের জন্য অপেক্ষা করতে হয় না
- কাজ পাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে
- অভিজ্ঞতা থাকলে স্বল্প সময়ে ভালো আয় করা যায়
- কাজ সম্পূর্ণ হওয়ার ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে একাউন্টে অর্থ জমা হয়
- প্রতিটি কাজ ১০ সেন্ট থেকে ৫+ ডলারের পর্যন্ত হয়ে থাকে
- সাধারনত ০৫ থেকে ১০ ডলার হলেই উত্তোলন করা যায়
যেভাবে মাইক্রো জব সাবমিট করবেন:
মাইক্রো জব সাইটগুলোতে প্রত্যেকটি জবের সাথে কীভাবে জব সবামিট করবেন সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয়া থাকে। জব সাবমিটের আগে নির্দেশনাগুলো ভালভাবে বার বার পড়ে নিতে হবে। নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে জবের প্রুপ (proof) যেকোন টেক্স ফাইলে সেইভ করে আপলোড করতে হয় অথবা সরাসরি সাবমিট করতে হয়। জব সাবমিটের নিচের স্টেপগুলো ফলো করা জরুরী-
- জবের সাথে দেয়া ইনস্ট্রাকশনগুলো ভালো করে দুই তিনবার পড়ে নিতে হবে।
- ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।
- প্রমান স্বরুপ যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সেগুলো একটি টেক্স ফাইলে সেইভ করতে হবে অথবা সরাসরি সাবমিট করতে হয়।
- সর্বশেষ টেক্স ফাইলটি আপলোড (যদি বলা থাকে) করে সাবমিট করতে হবে।
মাইক্রো ফ্রিল্যান্সিং থেকে কী পরিমান আয় করা সম্ভব?
মাইক্রো জবের জন্য সমস্ত বিশ্বস্ত ওয়েবসাইটগুলি নগদ পে করে। একই সাথে, কিছু সাইট নগদ অর্থ প্রদানের পরিবর্তে গিফট ভাউচার এবং ডিসকাউন্ট কুপন অফার করে, যা নির্দিষ্ট অনলাইন শপিং প্ল্যাটফর্মের জন্য বৈধ।
যাইহোক, মাইক্রো ফ্রিল্যন্সিং-এ সম্পূর্ণ দক্ষ হলে এবং এই প্ল্যাটফর্মগুলির সমস্ত কাজ কীভাবে সম্পাদন করতে হয় তা জানা থাকলে এসকল সাইট থেকে প্রতি মাসে ৫০০ থেকে ৪০০০০ হাজার এর অধিক টাকা আয় করা সম্ভব। এটি নির্ভর করে সময়ের উপর।
জনপ্রিয় মাইক্রো ফ্রিল্যান্সিং জব ওয়েবসাইট সমূহ
Microworkers
অনলাইনে অর্থ উপার্জন এর জন্য মাইক্রো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোর মধ্যে মাইক্রো ওয়ার্কারস সর্বাধিক জনপ্রিয় ও রিলায়েবল একটি সাইট। এটি ওয়েবল্যান্সটার ইনকর্পোরেশনের মালিকনাধীন একটি মাইক্রো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। সারা বিশ্বব্যপী ৭০০০০০ (সাত) লক্ষের অধিক অনলাইন ওয়ার্কার এই সাইটের মাধ্যমে মাইক্রো ফ্রিল্যান্সিং জবের সাথে জড়িত।
এই সাইটে জয়েন করার পরে প্রত্যেকের স্ব স্ব স্কিলের সাথে সম্পর্কিত জবগুলো করতে পারবেন খুব সহজেই। নিচে কাজের কয়েকটি উদাহরণ দেয়া হলো।
- Search and Click
- Sign up
- Like a Facebook page
- Download an android app
- YouTube Channel subscribe
- survey etc.
মাইক্রো ওয়ার্কার্স সপ্তাহে দুই বার পেমেন্ট করে থাকে। ন্যূনতম ১০ ডলার হলেই এখানে থেকে পেমেন্ট ক্যাশআউট করা যাবে। তবে ক্যাশআউট বা উইড্রো করার আগে আপনার ঠিকানা ভেরিফিকেশেন করে নিতে হবে।
পেমেন্ট পদ্বতি: PayPal, DWolla and Money bookers (skrill), Bank Transfer via Transpay (New)
ভিজিট করুনঃ মাইক্রোওয়ার্কার্স
Freelacnerwing
ফ্রিল্যান্সার উইং বাংলাদেশি একটি মাইক্রো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এই সাইটে বাংলাদেশিদের জন্য খুব সহজেই মাইক্রো জবের মাধ্যমে অনলাইনে পার্ট টাইম কাজ করে অর্থ উপার্জন এর সুযোগ আছে। এই সাইটি মূলত ২০২০ সালে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আর্টিকেল রাইটিং জব অফারের মাধ্যমে। এখন সাইটটিতে আর্টিকেল রাইটিং জব ছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রো জব পাওয়া যায়। প্লেস্টোরে এই সাইটটির অ্যাপ রয়েছে যা FR wing নামে সার্চ দিলেই পাওয়া যাবে। ফ্রিল্যান্সার উইং এর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে-
- আর্টিকেল রাইটিং
- ফ্রিল্যান্স সংবাদ সাবমিট
- আর্টিকেল অনুবাদ (ইংরেজি টু বাংলা)
- বুক পেইজ অনুবাদ (ইংরেজি টু বাংলা)
- অ্যাপস ডাউনলোড ও ইনস্টল
- ইন্টারনেটে কোন কিছু সার্চ করা
- অনলাইনে জরিপের কাজ
- পেইজে লাইক কমেন্ট করা
- চ্যানেল বা ওয়েবসাইট সাবস্ক্রাইব করা
- পোস্ট বা আর্টিকেলে কমেন্ট করা
- সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট “কি-ওয়ার্ড” লিখে সার্চ করা
- সোশ্যাল মিডিয়া গ্রুপে মেম্বার জয়েন করানো
- কোন ওয়েবসাইট ভিজিট করা
- রেফারেল জব
- কোন কিছু শেয়ার করা
- মডিফাই ও প্রুফিং ইত্যাদি।
ফ্রিল্যান্সর উইং ওয়ালেটে ন্যূনতম ১০০০ টাকা জমা হলেই এখান থেকে পেমেন্ট ক্যাশআউট করা যাবে। তবে আর্টিকেল রাইটারদের জন্য পেমেন্ট নীতি শিথিল তারা ন্যূনতম ৫০০ টাকা হলেই ক্যাশআউট করার সুযোগ পায়।
পেমেন্ট পদ্বতি: বিকাশ, রকেট, নগদ, মাস্টারকার্ড, পেপ্যাল, পেইজা, ব্যাংক ট্রান্সফার।
ভিজিট করুনঃ Fr Wing
JobBoy
Jobboy একটি জনপ্রিয় মাইক্রো ফ্রিল্যান্সিং জব ওয়েবসাইট। এটি একটি ইউএস বেইজ আন্তর্জাতিক মাইক্রা জব সাইট যেখানে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে প্যাসিভ ইনকাম করার সুযোগ রয়েছে। প্রতিটি জবের জন্য তারা ৮ টাকা থেকে ১০০+ টাকা পর্যন্ত পে করে থাকে। এই সাইটের কাজগুলো করা খুবই সহজ। বেশির ভাগ কাজ সম্পূর্ণ করতে ৫ মিনিটের বেশি সময় লাগে না। Jobboy সাইটটিতে নিম্নলিখিত কাজগুলো বেশি পাওয়া যায়।
- Like or share a Facebook group or page.
- Download and install software.
- Vote and rate a page or competition.
- Subscribe to YouTube or leave a comment.
- Write a comment on a blog post, page or website.
- Click on keywords to help SEO.
- Post a tweet on Twitter or retweet a tweet.
- Write an article for a website or blog.
- Bookmark pages for a website or blog.
- Sign up for a different product, websites or blogs.
- Join different forums to make a comment or just review the forum.
এই সাইটটি থেকে ন্যূনতম ১০ ডলার ক্যাশ আউট করা যাবে। ওয়েবসাইটির ওয়ালেটে যখন ১০ ডলার জমা হবে তখন উত্তোলনের জন্য রিকোয়েস্ট পাঠানো যাবে।
পেমেন্ট পদ্ধতিঃ পেপাল, পেয়জা, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি
ভিজিট করুনঃ Jobboy.com
Amazon Mechanical Turk (Mturk)
আমাজন মেকানিকাল তুর্ক (এমতুর্ক) বিশ্ববিখ্যাত ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের মালীকনাধীন একটি মাইক্রো ফ্রিল্যান্সিং জব সাইট। এখানে প্রতিদিন প্রচুর মাইক্রো টাস্ক বা জব পাওয়া যায়। এটি মূলত মাইক্রো জব ওয়েবসােইট গুলোর মধ্যে অন্যতম সেরা একটি রিলায়েবল সাইট। এটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। অ্যামাজন মেকানিকাল তার্ক ইউজারদের সরাসরি মাইক্রো-জব করার সুযোগ দেয় যা কয়েক মিনিটের মধ্যেই শেষ করা যায়। এর বিনিময়ে কর্মীরা হ্যান্ডসাম কমিশন পেয়ে থাকে।
দ্রুত অর্থোপার্জন এর জন্য অ্যামাজন মেকানিকাল তুর্ক অনন্য। ইউজাররা হিউম্যান ইন্টেলিজেন্স টাস্ক (এইচআইটি) সম্পূর্ণ করে অর্থ উপার্জন করে করে থাকে। যেমনঃ
- Processing images and videos
- Cleaning up and verifying data
- Online typing jobs
- Gathering information
- Processing data
- Product listing
ওয়ার্কার টাস্ক সম্পূর্ণ করলেই পেমেন্টে পাবে। নতুন ওয়ার্কারা ১০ দিনের মধ্যে কোন পেমেন্ট পাবে না। তবে ১০ দিন পরে টাকা একাউন্ট থেকে উইড্রো করতে পারবে। ৩ ডলার জমা হলেই অর্থ উত্তোলন করা যাবে।
পেমেন্ট পদ্বতিঃ ব্যাংক ট্রান্সফার, অ্যামাজন গিফট কার্ড
ভিজিট করুনঃ আমাজন মেকানিকাল তুর্ক (এমতুর্ক)
Rapidworkers
র্যাপিডওয়ার্কার্স হ’ল আরও একটি দুর্দান্ত মাইক্রো জব প্ল্যাটফর্ম যা ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে অনলাইনে আয়ের সুযোগ প্রদান করে থাকে। এটি মাইক্রো ফ্রিল্যান্সিং জবের জন্য অন্যতম নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট। এই সাইটেও আপনি মাইক্রো ওয়ার্কার্স এর মত স্ব স্ব স্কিলের সাথে সম্পর্কিত কাজগুলো করতে পারবেন। এই সাইট টি যেসকল কাজের অফার করে থাকে, তার কিছু উদাহরণ দেয়া হলো-
- File download
- Search and Click
- Sign up
- Like a Facebook page
- Download an android app
- YouTube Channel subscribe
- Online survey
- Sharing content on social media
- Visiting other websites
- Participating in surveys
- Conducting quality checkups
- Playing games,
- Watching ads, videos, etc.
সাইটটি সহজ পেমেন্ট প্রক্রিয়া এবং সময়মতো অর্থ প্রদানের জন্য সর্বাধিক পরিচিত। এটি সর্বনিম্ন $ ৮ ডলার উইড্রো করার সুযোগ প্রদান করে।
পেমেন্ট পদ্ধতিঃ পেপাল ও পেইজা
ভিজিট করুনঃ র্যাপিডওয়ার্কার্স
One Space
মাইক্রো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জনের জন্য এটি অন্যতম সেরা বৈধ ও বিশ্বাসযোগ্য মাইক্রো জবস সাইট। পূর্বে ওয়েবসাইট Crowdsource নামে পরিচিত ছিল। পরবর্তীতে নাম পরিবর্তন করে One Space রাখা হয়েছে। ডিজাইন ও লোগো চেইঞ্জ করে নতুনত্ব আনা হলেও কার্যকারিতা আগের মতই আছে।
এখানে রেজিস্ট্রেশন করার পর, যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহন করতে হয়। একবার একাউন্ট এপ্রুভ হয়ে গেলেই স্কিলের সাথে সম্পর্কিত মাইক্রোটাস্কগুলি সম্পন্ন করে তাত্ক্ষণিকভাবে অর্থোপার্জন শুরু করতে পারেন। ওয়ান স্পেসে মাইক্রো টাস্কের জনপ্রিয় ক্যাটগরিগুলো দেখে নিন।
- Product reviewing
- Image tagging
- Product descriptions
- Writing SOP’s
- Writing answers
- Transcription
- Advertising & marketing
- Categorization.
অর্থ উত্তোলনের জন্য ওয়ান স্পেস খুবই জনিপ্রয়। এখানে অর্জিত অর্থ উত্তোলনের জন্য লিমিটেশন নেই। আপনি চাইলে ১০ সেন্টও পেপালের মাধ্যমে উইড্রো করতে পারবেন।
পেমেন্ট পদ্বতি: PayPal
ভিজিট করুনঃ ওয়ান স্পেস
ClickWorker
অনলাইনে আয়ের জন্য ক্লিক ওয়ার্কার অন্যতম সেরা মাইক্রো জব ওয়েবসাইট। ক্লিক ওয়ার্কারকে মাইক্রো জবসের জন্য বিশ্বস্ত ওয়েবসাইট হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি বহু বছর ধরে ইউজারদেরক মাইক্রো ফ্রিল্যান্সিং সুবিধা দিচ্ছে। প্রায় ১৩ বছর আগে প্রতিষ্ঠিতি এই প্রতিষ্ঠাটিতে প্রায় ১.৮ মিলিয়নেরও বেশি মাইক্রো ফ্রিল্যান্সার কাজ করে অর্থ উপার্জন করছে। ক্লিক ওয়ার্কার এর মাইক্রো টাস্কের জনপ্রিয় ক্যাটগরিগুলো হলো-
- surveys
- research
- proofreading
- tax creation
- Product reviewing
- copy editing
- Advertising & marketing
- Categorization.
ক্লিক ওয়ার্কার প্রতি সপ্তাহে বুধবার থেকে শুক্রবার অর্জিত অর্থ ওয়ালেট থেকে উত্তোলনের সুযোগ দেয়। ন্যুনতম ৫ ডলার হলে ক্যাশ আউট করা যাবে।
পেমেন্ট পদ্বতিঃ পেপাল
ভিজিট করুনঃ ক্লিক ওয়ার্কার
ySense
সেরা মাইক্রো জব ওয়েবসাইটগুলির মধ্যে ySense একটি। এটি আমেরিকা ভিত্তিক একটি মাইক্রো জব সাইট। এটি একটি গ্লোবাল অনলাইন কমিউনিটি এবং বিশ্বজুড়ে মাইক্রো ফ্রিল্যান্সাররা এখানে বিভিন্ন ধরনে কাজ করে অনলাইনে অর্থ উপার্জন করছে। এই ওয়েবসাইটের কাজগুলোর মধ্যে রয়েছে-
- Survey
- Trying product’s offer
- Downloading apps etc.
ySense সাইটটিতে রেফাল সিস্টেমের ব্যবস্থা আছে । এই সাইটটি ৩০% রেফারেল কমিশন অফার করে। ওয়েবসাইটটির ক্যাশআউট প্রসেস খুবই সহজ। ১০ ডলার হলেই উত্তোলন করা যাবে। তবে মাঝে মাঝে পেমেন্টে রিসিভের ক্ষেত্রে সময় লাগতে পারে।
পেমেন্ট পদ্ধতি: পেওনিয়ার, পেপাল, স্ক্রিল
ভিজিট করুনঃ ySense
Remotasks
রিমোটাস্কস সেরা মাইক্রো ফ্রিল্যান্সিং জব সাইটগুলির মধ্যে অন্যতম আরও একটি সাইট। এখানে সর্বদা হাজার হাজার বায়ার নিয়মিত থাকে। যার জন্য সবসময় এই সাইটিতে পর্যাপ্ত ছোট ছোট কাজ থাকেই। সুতরাং কাজ নিয়া কোন চিন্তা নেই, আপনি সবসময় কাজ পাবেন এবং করতেও পারবেন। ওয়েবসাইটটিতে স্বল্পমেয়াদী ও দীর্ঘ মেয়াদী উভয় কাজের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে এই সাইটে স্বল্প বা দীর্ঘমেয়াদী ভিত্তিতে কাজ করতে পারেন। এই সাইটে নিচের কাজগুলি সবচেয়ে বেশি পাওয়া যায়।
- Data collection
- Image or audio transcription
রিমোটাস্ক প্রতি শুক্রবার ইউজারদের টাকা প্রদান করে থাকে। ন্যূনতম ৫ ডলার হলেই আপনি ক্যাশআউট করতে পারবেন।
পেমেন্ট পদ্ধতি: পেপাল
ভিজিট করুনঃ রিমোটাস্কস
Inbox Dollars
ইনবক্সডোলার্স হ’ল অন্যতম সেরা আরও একটি মাইক্রো জব সাইট। এটি একটি আমেরিকান ওয়েবসাইট। রেজিস্টার্ড ইউজারদেরকে রিওয়ার্ড সিস্টেমে মাইক্রো জব অফার করে। এই ওয়েবসাইটটিতে কাজগুলোর মধ্যে রয়েছে-
- Watching ads
- Taking surveys
- Redeeming coupons
- Playing games
- Receiving emails
- Shopping online
- Referrals
- Signing up to other websites, etc.
এই মাইক্রো ফ্রিল্যান্সিং জব সাইটটিতে ইমেইল ভেরিফাই করে নিবন্ধণ করার সাথে সাথে ৫ ডলার বোনাস পাওয়া যায়। ৩০ ডলার জমা হলে টাকা ক্যাশআউট করা যাবে পেপাল বা চেক পেমেন্টের মাধ্যমে। তবে পেপালের মাধ্যমে ক্যাশআউট করলে অতিরিক্ত ৩ ডলার ফি কেটে রাখা হয়ে। চেক পেমেন্ট কোন ফি কাটে না।
ক্যাশআউট পদ্ধতিঃ পেপাল, ব্যাংক ট্রান্সফার
ভিজিট করুনঃ ইনবক্সডোলার্স
সর্বশেষঃ
মাইক্রো জব সাইটগুলি আপনাকে ছোট ছোট কাজের সাথে সংযুক্ত করে যা অনলাইনে অর্থোপার্জনের এক দুর্দান্ত উপায় হতে পারে। মাইক্রো ফ্রিল্যান্সিং জব সাইটগুলির কাজ যেহেতু ছোট ছোট এবং একটি স্বল্প সময়ের ফ্রেমে সম্পন্ন হয়, তাই প্রতিটি কাজের বিপরীতে পেমেন্টের পরিমানও কম হয়ে থাকে।
অনলাইনে উপার্জন বাড়ানোর জন্য, সর্বাধিক বেতনের মাইক্রো জবস সাইটগুলি যা আপনার দক্ষতা এবং প্যাশনের সাথে মিলে, সেই গুলো ধিরে ধিরে সার্চ করে বের করতে হবে। মাইক্রো জব সাইটগুলি কিছু বাড়তি নগদ উপার্জনের ব্যবস্থা কিন্তু ক্যারিয়ার হিসেবে নিতে হলে আপনাকে ব্যপক দক্ষতা অর্জন করতে হবে।