ফেরাউনি যুগের শহর আবিষ্কার প্রায় ৩০০০ বছরের পুরোনো

ফেরাউনি যুগের শহর আবিষ্কার যা প্রায় ৩০০০ বছরের পুরোনো

মিশর মানেই যেন নতুন নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের সংবাদ। প্রাচীন সভ্যতা কিরকম ছিল, কিভাবে গড়ে উঠেছে? তা জানতে হলে মিশরের বিকল্প নেই। কেননা প্রাচীন সভ্যতা মিশরেই প্রথম গড়ে উঠেছিল। এবার নতুন করে একটি ফেরাউনি যুগের শহর আবিষ্কারের সংবাদ পাওয়া গেল, যা প্রায় ৩০০০ বছর আগের হারিয়ে যাওয়া একটি শহরের ধ্বংসাবশেষ।

লুক্সর শহর যা মিশরের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সেখানে একটি মরুভূমিতে প্রায় ৩০০০ বছরের পুরনো ফেরাউনি যুগের একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে দেশটির প্রত্নতাত্ত্বিকরা। ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার অনুসন্ধানের সাথে যুক্ত থাকা একদল প্রত্নতাত্ত্বিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্নতাত্ত্বিকরা স্বীকার করেছেন, এটি মিশরেরে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাচীন শহরগুলোর মধ্যে বৃহত্তম।

ড. জাহি হাউয়াস যিনি মিশরের সাবেক প্রত্নতত্ত্ববিষয়ক উপমন্ত্রী ও মিশরবিদ। তাঁর নেতৃত্বে একদল প্রত্নতাত্ত্বিকরা বালুতে ঢাকা পড়া সমৃদ্ধ এই ফেরাউনি যুগের শহর আবিষ্কার করেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে-

“প্রাচীন এই শহরটি ৩০০০ বছরের পুরনো। যার সূচনা হয় ৩য় আমেনহোতেপের রাজত্বকালের সময়। ফারাও তুতানখামুন ও আয়ের শাসনামলেও এই শহরে বসতি করা অব্যাহত ছিল।”

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মিশরীয় শিল্প ও প্রত্নতত্ত্ববিষয়ক অধ্যাপক বেটসি ব্রায়ান প্রাচীন এই শহর আবিষ্কারের পরিপ্রেক্ষিতে বলেছেন,’মিশরীয় প্রত্নতাত্ত্বিক দলের বিবৃতি অনুসারে, প্রায় ১০০ বছর আগে তুতানখামুনের সমাধি আবিষ্কার করার পর, এটিই তাদের ২য় তম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।’

আবিষ্কৃত প্রাচীন এই শহরের ধ্বংসাবশেষের মাঝে ৩য় আমেন হোতেপের সিলমোহরযুক্ত রঙিন মৃৎশিল্পের পাত্র, গুবরে পোকার আকৃতির তাবিজ, গহনা ও মাটির ইট খু্ঁজে পাওয়া যায়।

মিশরের সাবেক প্রত্নতাত্ত্ববিষয়ক মন্ত্রী হাওস বলেছেন,“এর আগে বহু বিদেশী অনুসন্ধানী দল এই শহরটির সন্ধান করেছে, কিন্তু তারা তা খুঁজে পায়নি।”

শহরটি আবিষ্কারের জন্য তাদের অনুসন্ধানী দলটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাজধানী কায়রো থেকে প্রায় ৫০০ কি.মি. (যা প্রায় ৩০০ মাইল) দক্ষিণে লুক্সর শহরে আসেন। সেখানে ৩য় র‌্যামেস ও ৩য় আমেনহোতেপের সমাধির মধ্যবর্তীস্থানে খননকাজ শুরু করা হয় বলে, বিবৃতিতে জানা গেছে।

তবে দীর্ঘ সময় পর হলেও অনুসন্ধানী দলটি প্রচীন এই ফেরাউনি যুগের শহর আবিষ্কার করতে সফল হয়েছে, এটিই তাদের বড় পাওয়া। বলাই বাহুল্য, প্রায় ৩০০০ বছর পরও এমন একটি শহর আবিষ্কার করা সত্যিই তাদের বড় সাফল্য এবং আশ্চর্যের বিষয়।

সূত্রঃ আরব নিউজ

Exit mobile version